গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে আজ শনিবার ভোরে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের ঘটনায় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত ওই বিদ্যালয়ের চারটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ভোটকেন্দ্রের পাশ থেকে পেট্রলসহ একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ৮৩ নম্বর পড়শীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়টি সংসদ নির্বাচনে ৫০ নম্বর ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত। এই কেন্দ্রের ৯টি বুথে নারী ও পুরুষসহ ৪ হাজার ৬৫৮ জন ভোটার রয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের বিষয়ে জরুরি সেবা ৯৯৯-এ কল করে স্থানীয়রা। পরে শনিবার ভোর ৫টায় ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।
পুলিশের ধারণা, বিদ্যালয়ের পেছনের জানালা দিয়ে কে বা কারা পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে আধা পাকা এই বিদ্যালয় ভবনের চারটি কক্ষের ওপরের টিনের চালা ও বাঁশের সিলিং আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, শনিবার ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা। ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ দিয়ে আগুন দেওয়া হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে স্থানীয়রা অগ্নিকাণ্ডের ঘটনা জানান।
গফরগাঁও থানার পুলিশ শনিবার ভোর ৫টার দিকে ঘটনাস্থলে যায়। বিজিবি, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁদের ধারণা, নির্বাচন বানচালে অগ্নিকাণ্ডের মাধ্যমে ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শফিকুল ইসলাম বলেন, ভোট গ্রহণে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে জন্য এই কেন্দ্রের পুড়ে যাওয়া বিদ্যালয় কক্ষগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া সব ভোটকেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে আজ শনিবার ভোরে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের ঘটনায় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত ওই বিদ্যালয়ের চারটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ভোটকেন্দ্রের পাশ থেকে পেট্রলসহ একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ৮৩ নম্বর পড়শীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়টি সংসদ নির্বাচনে ৫০ নম্বর ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত। এই কেন্দ্রের ৯টি বুথে নারী ও পুরুষসহ ৪ হাজার ৬৫৮ জন ভোটার রয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের বিষয়ে জরুরি সেবা ৯৯৯-এ কল করে স্থানীয়রা। পরে শনিবার ভোর ৫টায় ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।
পুলিশের ধারণা, বিদ্যালয়ের পেছনের জানালা দিয়ে কে বা কারা পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে আধা পাকা এই বিদ্যালয় ভবনের চারটি কক্ষের ওপরের টিনের চালা ও বাঁশের সিলিং আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, শনিবার ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা। ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ দিয়ে আগুন দেওয়া হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে স্থানীয়রা অগ্নিকাণ্ডের ঘটনা জানান।
গফরগাঁও থানার পুলিশ শনিবার ভোর ৫টার দিকে ঘটনাস্থলে যায়। বিজিবি, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁদের ধারণা, নির্বাচন বানচালে অগ্নিকাণ্ডের মাধ্যমে ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শফিকুল ইসলাম বলেন, ভোট গ্রহণে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে জন্য এই কেন্দ্রের পুড়ে যাওয়া বিদ্যালয় কক্ষগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া সব ভোটকেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
মোংলায় এনসিপির শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত সমাবেশ বিএনপি–সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়ে গেছে। এতে এনসিপির নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেচট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
৮ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
২২ মিনিট আগেরাজধানীর আফতাবনগর এলাকায় আবাসিক ভবনের দশতলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎ
৩৯ মিনিট আগে