Ajker Patrika

ময়মনসিংহে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫২ 

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫২ 

ময়মনসিংহে জেলা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামিসহ ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আজ সোমবার সকালে জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মূলে ১৬ জন, নিয়মিত মামলায় ২৪ জন, জুয়া আইনে ৩ জন, ১৮৬১ সালের পুলিশ আইনের ৩৪ ধারায় ৯ জনসহ মোট ৫২ জন। 

জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, পুলিশের বিশেষ অভিযান চলছে। সেই অভিযানের পরিপ্রেক্ষিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত