Ajker Patrika

তিন কৃষক হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ১৭ বছর পর গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২১: ৪৭
তিন কৃষক হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ১৭ বছর পর গ্রেপ্তার

একই পরিবারের তিন কৃষককে হত্যা মামলার ১৭ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. এরশাদ আলীকে (৪৫) নেত্রকোনার দুর্গাপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বারইপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় এ তথ্য নিশ্চিত করেছেন।

এরশাদ আলীর বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার চোরের ভিটা গ্রামে।

র‍্যাব জানায়, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে ২০০৬ সালের ২২ জানুয়ারি উপজেলার চোরের ভিটা গ্রামের একই পরিবারের তিন সদস্যকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করেন এরশাদ ও তাঁর স্বজনেরা। খুনের শিকার তিনজন হলেন হরিদাশ সূত্রধর (৩৮), তাঁর ভাই নিরঞ্জন সূত্রধর (৪০) এবং ভাতিজা বিমল সূত্রধর (২৫)।

এ ঘটনায় পরদিন বিমল সূত্রধরের ভাই শ্যামল সূত্রধর বাদী হয়ে ধোবাউড়া থানায় হত্যা মামলা করেন। ২০১২ সালে আদালত এ মামলার রায় ঘোষণা করেন। মামলায় ১৫ জন আসামির মধ্যে ১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। আর অভিযোগ প্রমাণ না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়। ঘটনার পর থেকে এরশাদ পলাতক ছিলেন।

কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেত্রকোনার দুর্গাপুর থেকে এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করার জন্য ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত