Ajker Patrika

ইসলামপুরে আটক রোহিঙ্গা যুবককে কুতুপালং ক্যাম্পে হস্তান্তর 

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১৯: ৩০
ইসলামপুরে আটক রোহিঙ্গা যুবককে কুতুপালং ক্যাম্পে হস্তান্তর 

জামালপুরের ইসলামপুরে অচেতন অবস্থায় উদ্ধার মো. রোবেল (২২) নামের সেই রোহিঙ্গা যুবককে কক্সবাজারের কুতুপালংয়ের ট্রানজিট ক্যাম্পে হস্তান্তর করেছে ইসলামপুর থানা-পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। 

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ইসলামপুর থানা কম্পাউন্ড থেকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের পথে রওনা দেয় ইসলামপুর থানা-পুলিশের একটি দল। 

ইসলামপুর থানা-পুলিশ বলছে, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ইসলামপুর পৌরসভার মোশারফগঞ্জ এলাকায় ইসলামপুর টু দেওয়ানগঞ্জ সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা রোবেল নামের এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা যুবক রোবেল পুলিশকে জানায়, গত বুধবার কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে মো. শহিদ ও মো. রুমান নামে দুই রোহিঙ্গার সঙ্গে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় যাওয়ার পথে, তাঁকে ইসলামপুরে একটি সড়কের পাশে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় রোবেল নামে এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসা শেষে তাঁকে পৌঁছে দিতে রাত সাড়ে ১০টার দিকে থানা থেকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে পুলিশের একটি দলকে পাঠানো হয়। পরে যাচাই-বাছাইয়ের শেষে তাঁকে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত