ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
পরিবারকে না জানিয়ে গোপনে বিয়ে করেন প্রেমিক যুগল। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে বসে দরবার। সেই দরবারে বিয়ের কথা স্বীকার করেন প্রেমিক আকাশ সরকার (২০)। পাশাপাশি ডিভোর্সের বিষয়টিও জানান তিনি। সেই কষ্ট সহ্য করতে না পেরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন কলেজছাত্রী মর্জিনা আক্তার (১৮)।
গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার দুপুরে ত্রিশাল থানায় মামলা দায়ের করেন মৃত মর্জিনার বাবা মো. বাদশা।
অভিযুক্ত আকাশ উপজেলার ধানীখোলা ইউনিয়নের ভাওয়ালিয়াপাড়া গ্রামের আশরাফ সরকারের ছেলে। অন্যদিকে মৃত মর্জিনা একই ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামের বাদশার মেয়ে। ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।
মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই বছর আগে মর্জিনা আক্তারের সঙ্গে আকাশ সরকারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তিন মাস আগে ওই প্রেমিকযুগল গোপনে বিয়ে করেন। বিষয়টি উভয় পরিবারের মধ্যে জানাজানি হওয়ার পর থেকে ওই আকাশ মেয়েটিকে এড়িয়ে চলতে থাকেন। গত ১১ আগস্ট বুধবার তাঁর অধিকার আদায় করতে ছেলের বাড়িতে অবস্থান নেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিকেলে মেয়ের উপস্থিতিতেই পৌরশহরের নওধার এলাকায় ছেলের নানাবাড়িতে বসে সালিস। সালিসে মর্জিনাকে বিয়ে করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন প্রেমিক আকাশ। এ সময় মর্জিনার চরিত্র নিয়েও কথা তোলে তিনি। এ ঘটনার পর শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মর্জিনা। খবর পেয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ত্রিশাল থানা-পুলিশ।
মর্জিনার বাবা বাদশা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে আকাশের দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। গোপনে বিয়েও করে তারা। আকাশ সবকিছু অস্বীকার করে সালিসে। মর্জিনার চরিত্র নিয়েও কথা তোলে সে। আর সেই অপমান আর এ সকল কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় আমার মেয়ে।’
এ ব্যাপারে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, থানায় মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। ছেলের বাবা আশরাফকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পর গা ঢাকা দিয়েছেন আকাশ।
পরিবারকে না জানিয়ে গোপনে বিয়ে করেন প্রেমিক যুগল। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে বসে দরবার। সেই দরবারে বিয়ের কথা স্বীকার করেন প্রেমিক আকাশ সরকার (২০)। পাশাপাশি ডিভোর্সের বিষয়টিও জানান তিনি। সেই কষ্ট সহ্য করতে না পেরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন কলেজছাত্রী মর্জিনা আক্তার (১৮)।
গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার দুপুরে ত্রিশাল থানায় মামলা দায়ের করেন মৃত মর্জিনার বাবা মো. বাদশা।
অভিযুক্ত আকাশ উপজেলার ধানীখোলা ইউনিয়নের ভাওয়ালিয়াপাড়া গ্রামের আশরাফ সরকারের ছেলে। অন্যদিকে মৃত মর্জিনা একই ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামের বাদশার মেয়ে। ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।
মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই বছর আগে মর্জিনা আক্তারের সঙ্গে আকাশ সরকারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তিন মাস আগে ওই প্রেমিকযুগল গোপনে বিয়ে করেন। বিষয়টি উভয় পরিবারের মধ্যে জানাজানি হওয়ার পর থেকে ওই আকাশ মেয়েটিকে এড়িয়ে চলতে থাকেন। গত ১১ আগস্ট বুধবার তাঁর অধিকার আদায় করতে ছেলের বাড়িতে অবস্থান নেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিকেলে মেয়ের উপস্থিতিতেই পৌরশহরের নওধার এলাকায় ছেলের নানাবাড়িতে বসে সালিস। সালিসে মর্জিনাকে বিয়ে করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন প্রেমিক আকাশ। এ সময় মর্জিনার চরিত্র নিয়েও কথা তোলে তিনি। এ ঘটনার পর শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মর্জিনা। খবর পেয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ত্রিশাল থানা-পুলিশ।
মর্জিনার বাবা বাদশা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে আকাশের দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। গোপনে বিয়েও করে তারা। আকাশ সবকিছু অস্বীকার করে সালিসে। মর্জিনার চরিত্র নিয়েও কথা তোলে সে। আর সেই অপমান আর এ সকল কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় আমার মেয়ে।’
এ ব্যাপারে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, থানায় মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। ছেলের বাবা আশরাফকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পর গা ঢাকা দিয়েছেন আকাশ।
মিয়ানমারের রাখাইনে পাচারকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এ অভিযান চালানো হয়। শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের
১৪ মিনিট আগেময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
৩২ মিনিট আগেসাবেক কৃষিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ মো. আল-আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
৩৬ মিনিট আগেখাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে