নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটিতে আকরাম হোসেন নামের এক সাংবাদিককে ৫ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে। তবে ওই কমিটিতে সদস্যপদ কীভাবে পেলেন, তা ওই সাংবাদিক নিজেও জানেন না বলে দাবি করেছেন।
এ ছাড়া নান্দাইল উপজেলার গণঅধিকার পরিষদের সাবেক সদস্যসচিব আশেক আলী মণ্ডলকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ নম্বর সদস্য করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সক্রিয় কর্মী মো. হাবিবুল্লাহ (টিটু) ২ নম্বর সদস্য করা হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে ওই কমিটি ঘোষণা করা হয়।
ফাইজুল ইসলামকে প্রধান সমন্বয়কারী করে ২৪ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সদস্যসচিব আকতার হোসেন।
এ নিয়ে সাংবাদিক আকরাম হোসেন নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি—এনসিপি নান্দাইল উপজেলা (ময়মনসিংহ) সমন্বয় কমিটিতে আমি কীভাবে সদস্য হলাম আমার জানা নাই, আমি এই পার্টির কোনো কার্যক্রমের সাথে জড়িত না। নিশ্চয়ই কোনো ভুল-বোঝাবুঝি হয়েছে, বিষয়টি নিয়ে আমি বিব্রত ও দুঃখিত।’
আকরাম হোসেন দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার নান্দাইল প্রতিনিধি। জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কে বা কারা আমাকে না জানিয়ে কমিটিতে নাম দিয়ে দিছে, এ বিষয়ে আমি কিছুই জানি না। ফেসবুকে পোস্ট করে জানিয়ছি এনসিপির কমিটিতে আমি নাই। এনপিসি নেতারা জানিয়েছে আমার নাম বাদ দিয়ে কমিটি আবার প্রকাশ করবে।’
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির নান্দাইল উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘কমিটির সবাইকে তো চিনি না। তবে সাংবাদিক আকরাম হোসেনের নামটা কীভাবে এল, জানা নেই। আমি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানাব।’
ময়মনসিংহের নান্দাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটিতে আকরাম হোসেন নামের এক সাংবাদিককে ৫ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে। তবে ওই কমিটিতে সদস্যপদ কীভাবে পেলেন, তা ওই সাংবাদিক নিজেও জানেন না বলে দাবি করেছেন।
এ ছাড়া নান্দাইল উপজেলার গণঅধিকার পরিষদের সাবেক সদস্যসচিব আশেক আলী মণ্ডলকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ নম্বর সদস্য করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সক্রিয় কর্মী মো. হাবিবুল্লাহ (টিটু) ২ নম্বর সদস্য করা হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে ওই কমিটি ঘোষণা করা হয়।
ফাইজুল ইসলামকে প্রধান সমন্বয়কারী করে ২৪ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সদস্যসচিব আকতার হোসেন।
এ নিয়ে সাংবাদিক আকরাম হোসেন নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি—এনসিপি নান্দাইল উপজেলা (ময়মনসিংহ) সমন্বয় কমিটিতে আমি কীভাবে সদস্য হলাম আমার জানা নাই, আমি এই পার্টির কোনো কার্যক্রমের সাথে জড়িত না। নিশ্চয়ই কোনো ভুল-বোঝাবুঝি হয়েছে, বিষয়টি নিয়ে আমি বিব্রত ও দুঃখিত।’
আকরাম হোসেন দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার নান্দাইল প্রতিনিধি। জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কে বা কারা আমাকে না জানিয়ে কমিটিতে নাম দিয়ে দিছে, এ বিষয়ে আমি কিছুই জানি না। ফেসবুকে পোস্ট করে জানিয়ছি এনসিপির কমিটিতে আমি নাই। এনপিসি নেতারা জানিয়েছে আমার নাম বাদ দিয়ে কমিটি আবার প্রকাশ করবে।’
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির নান্দাইল উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘কমিটির সবাইকে তো চিনি না। তবে সাংবাদিক আকরাম হোসেনের নামটা কীভাবে এল, জানা নেই। আমি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানাব।’
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মো. মারুফ হাসান মিরাজ (১৯) নামের এক কলেজশিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মো. মারুফ হাসান মিরাজ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় কনসার্ট চলাকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত তিনজন। তবে পুলিশ বলছে, স্লোগান দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। কনসার্টে যাওয়া উচ্ছৃঙ্খল কয়েকজন যুবক ভাঙচুর করায় পুলিশ অ্যাকশনে গেছে।
১ ঘণ্টা আগেসাভারে থানার ১০০ গজের মধ্যে পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবন থেকে আবারও একটি লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে সেন্টারের দ্বিতীয় তলা থেকে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁকে জবাই করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগেকক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি দখল করে বসানো দোকানপাট ও স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অংশীজনদের সঙ্গে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে