নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় পিকআপে আগুন দেওয়ার ঘটনায় নাশকতার অভিযোগে বিএনপির ১৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত রোববার করা মামলায় জেলা বিএনপির সদস্য ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে প্রধান আসামি করা হয়েছে।
আজ সোমবার কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এ তথ্য জানিয়েছেন। এর আগে গত রোববার মধ্যরাতে থানায় এ মামলা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টার দিকে কেন্দুয়া উপজেলার চিরাং এলাকায় বাট্টা কাচারির সামনের সড়কে একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। তাতে পিকআপটি পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভায়।
এ ঘটনায় কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) তাপস বণিক বাদী হয়ে বিএনপির ১৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় জেলা বিএনপির সদস্য ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের নাম উল্লেখসহ ৩০-৪০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
তবে পুড়ে যাওয়া পিকআপের মালিক কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামের মনসুর মিয়া বলেন, ‘পিকআপ পুড়ে গেছে, তা আর ফেরত পাব না। তাই এ ঘটনায় আমি মামলা করতে চাইনি। পরে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় কতজন আসামি সেটা আমি জানি না।’
মামলার বাদী কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) তাপস বণিক বলেন, পিকআপের মালিক মামলা করেননি। তাই আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনায় এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেলা বিএনপির সদস্য ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল বলেন, ‘এসব ভুয়া ও গায়েবি মামলা। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও অবৈধ তফসিল বাতিলের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। তাই আমাদের মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করছে সরকার। আন্দোলন প্রতিহত করে গায়েবি মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এসব করে আন্দোলন দমানো যাবে না।’
উল্লেখ্য, চলমান হরতাল-অবরোধ শুরু হওয়ার পর তিন সপ্তাহে কেন্দুয়ায় এ নিয়ে তিনটি মামলা হয়েছে। তিন মামলায় বিএনপির ৬৬১ জন নেতা-কর্মীকে আসামি করা হয়।
নেত্রকোনার কেন্দুয়ায় পিকআপে আগুন দেওয়ার ঘটনায় নাশকতার অভিযোগে বিএনপির ১৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত রোববার করা মামলায় জেলা বিএনপির সদস্য ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে প্রধান আসামি করা হয়েছে।
আজ সোমবার কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এ তথ্য জানিয়েছেন। এর আগে গত রোববার মধ্যরাতে থানায় এ মামলা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টার দিকে কেন্দুয়া উপজেলার চিরাং এলাকায় বাট্টা কাচারির সামনের সড়কে একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। তাতে পিকআপটি পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভায়।
এ ঘটনায় কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) তাপস বণিক বাদী হয়ে বিএনপির ১৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় জেলা বিএনপির সদস্য ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের নাম উল্লেখসহ ৩০-৪০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
তবে পুড়ে যাওয়া পিকআপের মালিক কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামের মনসুর মিয়া বলেন, ‘পিকআপ পুড়ে গেছে, তা আর ফেরত পাব না। তাই এ ঘটনায় আমি মামলা করতে চাইনি। পরে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় কতজন আসামি সেটা আমি জানি না।’
মামলার বাদী কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) তাপস বণিক বলেন, পিকআপের মালিক মামলা করেননি। তাই আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনায় এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেলা বিএনপির সদস্য ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল বলেন, ‘এসব ভুয়া ও গায়েবি মামলা। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও অবৈধ তফসিল বাতিলের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। তাই আমাদের মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করছে সরকার। আন্দোলন প্রতিহত করে গায়েবি মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এসব করে আন্দোলন দমানো যাবে না।’
উল্লেখ্য, চলমান হরতাল-অবরোধ শুরু হওয়ার পর তিন সপ্তাহে কেন্দুয়ায় এ নিয়ে তিনটি মামলা হয়েছে। তিন মামলায় বিএনপির ৬৬১ জন নেতা-কর্মীকে আসামি করা হয়।
চট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
২১ মিনিট আগেনওগাঁর মান্দায় দুই ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আজ বুধবার মান্দা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে।
৩৮ মিনিট আগে‘কলিজা টানি ছিঁড়ি ফেলবো—একবারে টানি ছিঁড়ি ফেলবো তোমার, চেনো তুমি—এ চেনো! খুব পাওয়ার দেখাও জামায়াতের, একবারে নিশ্চিহ্ন করি দিবো জামায়াত। চেনো বিএনপি!’ জামায়াতের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতাকে এভাবে হুমকি দিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান। তাঁর হুমকি দেওয়ার
৩৯ মিনিট আগেঢাকার সাভারে বাসের ধাক্কায় গণস্বাস্থ্য কেন্দ্রের এক সাবেক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামসুল মোল্লা (৭০)। তিনি চাঁদপুরের মতলবের বাসিন্দা।
৪২ মিনিট আগে