Ajker Patrika

নান্দাইলে গরুর এক লাথিতে যুবকের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলে গরুর এক লাথিতে যুবকের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে গরুর লাথিতে মো. সুমন মিয়া (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোয়াজ্জেমপুর গ্রামে। মো. সুমন মিয়া ওই গ্রামের আব্দুল আলীর ছেলে। সে বাড়ির পাশে মনিহারি দোকান ও গরুর ব্যবসা করতেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের দিকে মো. সুমন মিয়া গরু গোসল করিয়ে গোয়াল ঘরে রাখতে যান। গোয়াল ঘরে গরু বেঁধে রেখে বের হওয়ার সময় গরু মো. সুমন মিয়ার কপালে লাথি মারে। এতে সুমন মিয়া গোয়াল ঘরের সামনে মাটিতে লুটিয়ে পড়েন। ছেলেকে পড়ে থাকতে দেখে মা আনোয়ারা খাতুন দৌড়ে গিয়ে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। স্থানীয়দের সহযোগিতায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

সুমন মিয়ার মা আনোয়ারা খাতুন বলেন, ‘দেখছি ছেলেটা গরু গোসল করিয়ে গোয়াল ঘরে নিয়ে গেছে। একটু পরেই দেখি সুমন বাহিরে পড়ে আছে। দৌড়ে গিয়ে জানি গরু তার কপালে লাথি মারছে। ছেলেটা শুধু আমার কাছে একটু পানি চাইছে।’ 

মোয়াজ্জেমপুর গ্রামের ইউপি সদস্য আবুল কালাম বলেন, দুপুরের দিকে গরুর লাথিতে সুমন মিয়া মারা গেছে। তার কপালে গরুর লাথির দাগ রয়েছে। সে মনিহারি দোকান ও গরুর ব্যবসার করতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত