প্রতিনিধি, হালুয়াঘাট (ময়মনসিংহ)
গত বুধবার বিকেল থেকে শুক্রবার পর্যন্ত টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সীমান্তবর্তী হালুয়াঘাটের তিনটি ইউনিয়নের ২৫০ হেক্টর জমির আমন ধান পানির নিচে নিমজ্জিত রয়েছে। এতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন প্রান্তিক কৃষকেরা।
সরেজমিনে এলাকা ঘুরে দেখা যায়, বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার নড়াইল, বিলডোরা, স্বদেশি ও কৈচাপুর এলাকার নিম্নাঞ্চলে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রতিনিয়ত হওয়া বৃষ্টির কারণে প্লাবন বেড়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।
এর আগে চলতি বছরের গত জুলাইয়ের শুরুতে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে জেলার হালুয়াঘাট উপজেলার অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়। হাজারো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটায়। ওই সময় ঘরবাড়ি, রাস্তা ও বাঁধের ব্যাপক ক্ষতি হয়।
বিলডোরা গ্রামের প্রান্তিক কৃষকেরা বলেন, গত মাসে পাহাড়ি ঢলে বীজতলা নষ্ট হয়ে যায়। সেই ধাক্কা সামলে গত সপ্তাহে ধারদেনা করে চারা রোপণ করা হয়েছে। কিন্তু আবারও পুরো খেত এখন পানির নিচে চলে গেছে।
নড়াইল ইউনিয়নের কৃষক শহিদুল্লাহ বলেন, ধারদেনা কইরা ১০ শতক জমিতে আমন চারা রোপণ করছিলাম। দুই দিন ধইরা তা পানির নিচে। এখন খুব চিন্তায় আছি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, ২৫০ হেক্টর জমির ফসল পানি নিচে নিমজ্জিত হয়েছে। কিন্তু দ্রুত পানি কমে গেলে তেমন ক্ষতি হবে না। মাঠ পর্যায়ে কর্মকর্তারা প্রতিনিয়ত তা পর্যবেক্ষণ করছেন।
গত বুধবার বিকেল থেকে শুক্রবার পর্যন্ত টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সীমান্তবর্তী হালুয়াঘাটের তিনটি ইউনিয়নের ২৫০ হেক্টর জমির আমন ধান পানির নিচে নিমজ্জিত রয়েছে। এতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন প্রান্তিক কৃষকেরা।
সরেজমিনে এলাকা ঘুরে দেখা যায়, বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার নড়াইল, বিলডোরা, স্বদেশি ও কৈচাপুর এলাকার নিম্নাঞ্চলে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রতিনিয়ত হওয়া বৃষ্টির কারণে প্লাবন বেড়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।
এর আগে চলতি বছরের গত জুলাইয়ের শুরুতে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে জেলার হালুয়াঘাট উপজেলার অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়। হাজারো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটায়। ওই সময় ঘরবাড়ি, রাস্তা ও বাঁধের ব্যাপক ক্ষতি হয়।
বিলডোরা গ্রামের প্রান্তিক কৃষকেরা বলেন, গত মাসে পাহাড়ি ঢলে বীজতলা নষ্ট হয়ে যায়। সেই ধাক্কা সামলে গত সপ্তাহে ধারদেনা করে চারা রোপণ করা হয়েছে। কিন্তু আবারও পুরো খেত এখন পানির নিচে চলে গেছে।
নড়াইল ইউনিয়নের কৃষক শহিদুল্লাহ বলেন, ধারদেনা কইরা ১০ শতক জমিতে আমন চারা রোপণ করছিলাম। দুই দিন ধইরা তা পানির নিচে। এখন খুব চিন্তায় আছি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, ২৫০ হেক্টর জমির ফসল পানি নিচে নিমজ্জিত হয়েছে। কিন্তু দ্রুত পানি কমে গেলে তেমন ক্ষতি হবে না। মাঠ পর্যায়ে কর্মকর্তারা প্রতিনিয়ত তা পর্যবেক্ষণ করছেন।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
১০ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
১০ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
১৩ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
১৪ মিনিট আগে