Ajker Patrika

ময়মনসিংহে তুই বলায় বাগ্‌বিতণ্ডা, জাঁতি দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
মো. সজীব। ছবি: সংগৃহীত
মো. সজীব। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে তুই বলাকে কেন্দ্র করে মো. সজীব (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে শহরের হামিদ উদ্দিন রোডে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত সজীব হামিদ উদ্দিন রোডের বাসিন্দা আবুল কামাল আজাদের ছেলে। তিনি বাবার হোটেল পরিচালনার কাজে সহযোগিতা করতেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বড় ভাই-ছোট ভাই দ্বন্দ্বে খুন হয়েছেন সজীব। গতকাল রাতে হামিদ উদ্দিন রোডের শফিক মিয়ার ছেলে মন্টি, সজীবসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় মন্টিকে তুই বলায় সজীবের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার জাঁতি এনে সজীবকে কুপিয়ে আহত করে।’

ওসি আরও বলেন, স্থানীয়রা সজীবকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই মন্টি গা-ঢাকা দিয়েছেন। তাঁকে আটক করার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত