মহসিন রেজা, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে শসা বিক্রি হচ্ছে ৬ টাকা কেজি। আর ছোট টমেটো বিক্রি হচ্ছে ৫ টাকা কেজি দরে। আজ শনিবার উপজেলা সদরে কয়েকটি বাজার ঘুরে দেখা যায় এই চিত্র।
বাজারে প্রচুর শসা ওঠায় এর দাম কমেছে বলে ধারণা করছেন চাষিরা। উপজেলার ঝালোরচর বাজারে শসা বিক্রি করতে এনেছেন তালেব আলী নামের এক কৃষক। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ক্রেতা পাচ্ছেন না তিনি। তালেব আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আগে এমন পরিস্থিতি হতো না, বাজারে শসা নিয়ে এলে পাইকাররা তা কিনে নিতেন। কিন্তু এখন বাজারে শসার আমদানি বেশি থাকায় পাইকাররা শসা কিনছেন না। শসার দাম একেবারে কমে গেছে।
তালেব আলী জানান, তিনি তিন বিঘা জমিতে শসার চাষ করেছেন। প্রতি সপ্তাহে প্রায় তিন মণ শসা খেত থেকে তুলে বিক্রি করেছেন। রোজার আগে শসার দাম ভালো ছিল। রোজা শুরু হওয়ার পর থেকে দাম কমতে শুরু করেছে। শসার বর্তমান বাজারমূল্যে শ্রমিকের টাকাও উঠছে না বলে দাবি করেন তিনি।
এদিকে টমেটোর দাম একদম কম থাকায় খেত থেকে টমেটো তুলছেন না চাষিরা। খেতেই নষ্ট হচ্ছে টমেটো। উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, গাছে গাছে পাকা টমেটো ধরে আছে। কিন্তু তুলছেন না চাষিরা।
ঝালোরচর এলাকার টমেটোচাষি ওয়াহেদ মিয়া জানান, ৫ টাকা কেজিও টমেটো বিক্রি হচ্ছে না। খেত থেকে টমেটো তুলতে যে শ্রমিক খরচ হয়, সেটাই ওঠে না। বাধ্য হয়েই টমেটো খেতেই নষ্ট করছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস বলেন, উপজেলায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হেক্টর বেশি জমিতে শসা চাষ হয়েছে। উপজেলার ৯০ হেক্টর জমিতে শসা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। রমজান উপলক্ষে বেশি শসা চাষ করেছেন চাষিরা। এ বছর রমজানে বাজারে শসার কোনো ঘাটতি নেই।
জামালপুরের দেওয়ানগঞ্জে শসা বিক্রি হচ্ছে ৬ টাকা কেজি। আর ছোট টমেটো বিক্রি হচ্ছে ৫ টাকা কেজি দরে। আজ শনিবার উপজেলা সদরে কয়েকটি বাজার ঘুরে দেখা যায় এই চিত্র।
বাজারে প্রচুর শসা ওঠায় এর দাম কমেছে বলে ধারণা করছেন চাষিরা। উপজেলার ঝালোরচর বাজারে শসা বিক্রি করতে এনেছেন তালেব আলী নামের এক কৃষক। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ক্রেতা পাচ্ছেন না তিনি। তালেব আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আগে এমন পরিস্থিতি হতো না, বাজারে শসা নিয়ে এলে পাইকাররা তা কিনে নিতেন। কিন্তু এখন বাজারে শসার আমদানি বেশি থাকায় পাইকাররা শসা কিনছেন না। শসার দাম একেবারে কমে গেছে।
তালেব আলী জানান, তিনি তিন বিঘা জমিতে শসার চাষ করেছেন। প্রতি সপ্তাহে প্রায় তিন মণ শসা খেত থেকে তুলে বিক্রি করেছেন। রোজার আগে শসার দাম ভালো ছিল। রোজা শুরু হওয়ার পর থেকে দাম কমতে শুরু করেছে। শসার বর্তমান বাজারমূল্যে শ্রমিকের টাকাও উঠছে না বলে দাবি করেন তিনি।
এদিকে টমেটোর দাম একদম কম থাকায় খেত থেকে টমেটো তুলছেন না চাষিরা। খেতেই নষ্ট হচ্ছে টমেটো। উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, গাছে গাছে পাকা টমেটো ধরে আছে। কিন্তু তুলছেন না চাষিরা।
ঝালোরচর এলাকার টমেটোচাষি ওয়াহেদ মিয়া জানান, ৫ টাকা কেজিও টমেটো বিক্রি হচ্ছে না। খেত থেকে টমেটো তুলতে যে শ্রমিক খরচ হয়, সেটাই ওঠে না। বাধ্য হয়েই টমেটো খেতেই নষ্ট করছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস বলেন, উপজেলায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হেক্টর বেশি জমিতে শসা চাষ হয়েছে। উপজেলার ৯০ হেক্টর জমিতে শসা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। রমজান উপলক্ষে বেশি শসা চাষ করেছেন চাষিরা। এ বছর রমজানে বাজারে শসার কোনো ঘাটতি নেই।
নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেমামলা, জিডি করে হয়রানির প্রতিকার এবং ৪ দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে দাবি না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে
২ ঘণ্টা আগে