আরিফ আহম্মেদ, গৌরীপুর (ময়মনসিংহ)
‘পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি’ প্রবাদটির জ্বলন্ত উদাহরণ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার যতীন্দ্র বর্মণ (৬০)। শূন্য থেকে শুরু করে আজ একজন সফল উদ্যোক্তা তিনি। ঘাত-প্রতিঘাতের পথ পেরিয়ে একাধিকবার পেয়েছেন শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। মাছ চাষে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে একবার এবং উপজেলা পর্যায়ে চারবার শ্রেষ্ঠ মাছচাষির পুরস্কার পেয়েছেন যতীন্দ্র বর্মণ।
তবে এগিয়ে চলার পথটি মোটেই সহজ ছিল না পৌর শহরের বাগানবাড়ি মহল্লার মাছচাষি যতীন্দ্র বর্মণের জন্য। ১৯৯০ সালে পৌর শহরের সরকারপাড়ায় ৫০০ টাকা দিয়ে কচুরিপানায় ভরা একটি পুকুর ভাড়া নেন তিনি। সেই পুকুর একা পরিষ্কার করে মাছের চাষ শুরু করেন। মাছের রেণু থেকে পোনা উৎপাদন করে কাঁধে নিয়ে গ্রামে-গ্রামে বিক্রি করতে লাগলেন। পোনা মাছ বিক্রেতারাও তার কাছ থেকে পোনা কিনতে শুরু করেন। ‘ভাগ্যদেবী’ সুপ্রসন্ন হলেন। ধীরে ধীরে তিনি সাফল্যের মুখ দেখতে লাগলেন।
পরে ২০০৫ সালে ভবানীপুর গ্রামে ২ একর ৩৭ শতক জমি কিনে চারটি পুকুর খনন করে গড়ে তোলেন ‘বর্মণ মৎস্য প্রজনন হ্যাচারি কেন্দ্র’। সেখানে আজ অর্ধশত শ্রমিক কাজ করছেন দিনরাত। বর্তমানে ২০টি পুকুর রয়েছে যতীন্দ্র বর্মণের। শত শত মানুষের কর্মসংস্থান হয়েছে বর্মণ মৎস্য হ্যাচারিকে কেন্দ্র করে।
কেবল মাছচাষি হিসেবেই নন, মূলধারার একজন গায়ক বলেও সর্বজনবিদিত তিনি। নিজেই রচনা করেন গান। নিজেই সুর দিয়ে গেয়ে শোনান সংগীতপ্রেমীদের আসরে। জীবনের কঠিন সংগ্রামেও নিজের সাধনাকে ভুলে যাননি। বরং যখনই কষ্ট পেয়েছেন, হতাশ হয়েছে, তখনই সংগীতের কাছে আশ্রয় নিয়েছেন।
তাঁর কাছ থেকে জানা যায়, পেশায় মৎস্যজীবী হলেও যতীন্দ্র জীবন শুরু করেছিলেন গান দিয়ে। ১৯৭৫ সালে গৌরীপুর বাগানবাড়ির জমিদার রুহিনী কান্ত লাহিড়ী চৌধুরীকে তিনি গান গেয়ে শোনান। যতীন্দ্রের গানে জমিদারবাবু এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, তাঁর বাড়ির পাশেই যতীন্দ্রকে একখণ্ড জমি দেন বসবাসের জন্য। পরে জমিদার কলকাতায় চলে গেলে শুধু গান গেয়ে জীবন চালানো দায় হয়ে পড়ে যতীন্দ্রের। তিনি পিতা ধীরেন্দ্র বর্মণের সঙ্গে পারিবারিক পেশা মাছ ধরায় ফিরে যান।
সাত ভাই-বোনের সংসারে লাগামহীন খরচের হাল ধরতে ১ হাজার ২০০ টাকা বেতনে চাকরি নেন এক হ্যাচারিতে। সেখানে মালিকের অমানবিক আচরণের শিকার হয়ে চাকরি থেকে ইস্তফা দেন। ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা করেন মনে মনে। একটি কনুই জাল সংগ্রহ করে তা দিয়ে মাছ ধরে বাজারে বিক্রি করা শুরু করেন। এভাবে তিনি কিছু টাকা সঞ্চয় করেন।
প্রথমে ভাড়া করা পুকুরে মাছ চাষ শুরু করলেও আজ তিনি ২০টি পুকুরে মাছ চাষ করছেন। দিনরাত কাজ করে যাচ্ছেন যতীন্দ্র বর্মণ। স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে নিয়ে তাঁর সুখী সংসার। ছেলে বাবার সঙ্গে ব্যবসায় সময় দিচ্ছে। পড়াশোনার পাশাপাশি দুই মেয়ে স্থানীয় পর্যায়ে বাবার মতোই মানুষের মন জয় করেছে গানের ভুবনে। বিটিভিসহ বিভিন্ন গানের আসরে তারা পরিচিত মুখ।
যতীন্দ্র বর্মণ তরুণ উদ্যোক্তাদের মাছ চাষের পেশায় আসার আহ্বান জানিয়ে বলেন, ‘ক্ষুধা ও দারিদ্র্যের সঙ্গে ছোটবেলা থেকেই যুদ্ধ করেছি। জীবনে কখনো অসৎ পথে উপার্জনের চিন্তা করিনি। আজও দিনরাত কাজ করছি। সঠিক নিয়মে এগিয়ে গেলে মাছ চাষে সাফল্য অর্জন সম্ভব।’
গৌরীপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোফাজ্জল হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, জাতীয় মৎস্য সপ্তাহে গৌরীপুর উপজেলা পর্যায়ে বর্মণ মৎস্য হ্যাচারি শ্রেষ্ঠ হ্যাচারি হিসেবে পুরস্কৃত হয়েছে। বিশেষ করে গুণগত মানসম্পন্ন রেণু উৎপাদনে অপরিসীম অবদানের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। যতীন্দ্র বর্মণ জেলা পর্যায়ে একবার এবং উপজেলা পর্যায়েও তিনবার শ্রেষ্ঠ হয়েছেন।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, বর্মণ মৎস্য প্রজনন কেন্দ্র হ্যাচারিটি পরিদর্শন করেছি। মানসম্মত মাছের রেণু উৎপাদনে এই হ্যাচারির বিশেষ অবদান রয়েছে গৌরীপুরে।
‘পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি’ প্রবাদটির জ্বলন্ত উদাহরণ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার যতীন্দ্র বর্মণ (৬০)। শূন্য থেকে শুরু করে আজ একজন সফল উদ্যোক্তা তিনি। ঘাত-প্রতিঘাতের পথ পেরিয়ে একাধিকবার পেয়েছেন শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। মাছ চাষে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে একবার এবং উপজেলা পর্যায়ে চারবার শ্রেষ্ঠ মাছচাষির পুরস্কার পেয়েছেন যতীন্দ্র বর্মণ।
তবে এগিয়ে চলার পথটি মোটেই সহজ ছিল না পৌর শহরের বাগানবাড়ি মহল্লার মাছচাষি যতীন্দ্র বর্মণের জন্য। ১৯৯০ সালে পৌর শহরের সরকারপাড়ায় ৫০০ টাকা দিয়ে কচুরিপানায় ভরা একটি পুকুর ভাড়া নেন তিনি। সেই পুকুর একা পরিষ্কার করে মাছের চাষ শুরু করেন। মাছের রেণু থেকে পোনা উৎপাদন করে কাঁধে নিয়ে গ্রামে-গ্রামে বিক্রি করতে লাগলেন। পোনা মাছ বিক্রেতারাও তার কাছ থেকে পোনা কিনতে শুরু করেন। ‘ভাগ্যদেবী’ সুপ্রসন্ন হলেন। ধীরে ধীরে তিনি সাফল্যের মুখ দেখতে লাগলেন।
পরে ২০০৫ সালে ভবানীপুর গ্রামে ২ একর ৩৭ শতক জমি কিনে চারটি পুকুর খনন করে গড়ে তোলেন ‘বর্মণ মৎস্য প্রজনন হ্যাচারি কেন্দ্র’। সেখানে আজ অর্ধশত শ্রমিক কাজ করছেন দিনরাত। বর্তমানে ২০টি পুকুর রয়েছে যতীন্দ্র বর্মণের। শত শত মানুষের কর্মসংস্থান হয়েছে বর্মণ মৎস্য হ্যাচারিকে কেন্দ্র করে।
কেবল মাছচাষি হিসেবেই নন, মূলধারার একজন গায়ক বলেও সর্বজনবিদিত তিনি। নিজেই রচনা করেন গান। নিজেই সুর দিয়ে গেয়ে শোনান সংগীতপ্রেমীদের আসরে। জীবনের কঠিন সংগ্রামেও নিজের সাধনাকে ভুলে যাননি। বরং যখনই কষ্ট পেয়েছেন, হতাশ হয়েছে, তখনই সংগীতের কাছে আশ্রয় নিয়েছেন।
তাঁর কাছ থেকে জানা যায়, পেশায় মৎস্যজীবী হলেও যতীন্দ্র জীবন শুরু করেছিলেন গান দিয়ে। ১৯৭৫ সালে গৌরীপুর বাগানবাড়ির জমিদার রুহিনী কান্ত লাহিড়ী চৌধুরীকে তিনি গান গেয়ে শোনান। যতীন্দ্রের গানে জমিদারবাবু এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, তাঁর বাড়ির পাশেই যতীন্দ্রকে একখণ্ড জমি দেন বসবাসের জন্য। পরে জমিদার কলকাতায় চলে গেলে শুধু গান গেয়ে জীবন চালানো দায় হয়ে পড়ে যতীন্দ্রের। তিনি পিতা ধীরেন্দ্র বর্মণের সঙ্গে পারিবারিক পেশা মাছ ধরায় ফিরে যান।
সাত ভাই-বোনের সংসারে লাগামহীন খরচের হাল ধরতে ১ হাজার ২০০ টাকা বেতনে চাকরি নেন এক হ্যাচারিতে। সেখানে মালিকের অমানবিক আচরণের শিকার হয়ে চাকরি থেকে ইস্তফা দেন। ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা করেন মনে মনে। একটি কনুই জাল সংগ্রহ করে তা দিয়ে মাছ ধরে বাজারে বিক্রি করা শুরু করেন। এভাবে তিনি কিছু টাকা সঞ্চয় করেন।
প্রথমে ভাড়া করা পুকুরে মাছ চাষ শুরু করলেও আজ তিনি ২০টি পুকুরে মাছ চাষ করছেন। দিনরাত কাজ করে যাচ্ছেন যতীন্দ্র বর্মণ। স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে নিয়ে তাঁর সুখী সংসার। ছেলে বাবার সঙ্গে ব্যবসায় সময় দিচ্ছে। পড়াশোনার পাশাপাশি দুই মেয়ে স্থানীয় পর্যায়ে বাবার মতোই মানুষের মন জয় করেছে গানের ভুবনে। বিটিভিসহ বিভিন্ন গানের আসরে তারা পরিচিত মুখ।
যতীন্দ্র বর্মণ তরুণ উদ্যোক্তাদের মাছ চাষের পেশায় আসার আহ্বান জানিয়ে বলেন, ‘ক্ষুধা ও দারিদ্র্যের সঙ্গে ছোটবেলা থেকেই যুদ্ধ করেছি। জীবনে কখনো অসৎ পথে উপার্জনের চিন্তা করিনি। আজও দিনরাত কাজ করছি। সঠিক নিয়মে এগিয়ে গেলে মাছ চাষে সাফল্য অর্জন সম্ভব।’
গৌরীপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোফাজ্জল হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, জাতীয় মৎস্য সপ্তাহে গৌরীপুর উপজেলা পর্যায়ে বর্মণ মৎস্য হ্যাচারি শ্রেষ্ঠ হ্যাচারি হিসেবে পুরস্কৃত হয়েছে। বিশেষ করে গুণগত মানসম্পন্ন রেণু উৎপাদনে অপরিসীম অবদানের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। যতীন্দ্র বর্মণ জেলা পর্যায়ে একবার এবং উপজেলা পর্যায়েও তিনবার শ্রেষ্ঠ হয়েছেন।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, বর্মণ মৎস্য প্রজনন কেন্দ্র হ্যাচারিটি পরিদর্শন করেছি। মানসম্মত মাছের রেণু উৎপাদনে এই হ্যাচারির বিশেষ অবদান রয়েছে গৌরীপুরে।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে