Ajker Patrika

বাকৃবিতে ছাত্রলীগ সভাপতির অপরাধ তদন্তে গঠিত কমিটির প্রতি শিক্ষকদের অনাস্থা

বাকৃবি প্রতিনিধি
বাকৃবিতে ছাত্রলীগ সভাপতির অপরাধ তদন্তে গঠিত কমিটির প্রতি শিক্ষকদের অনাস্থা

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদের বিরুদ্ধে গত ১০ জানুয়ারি শিক্ষক লাঞ্ছনা ও শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির প্রতি অনাস্থা জানিয়েছে আওয়ামী পন্থি শিক্ষকদের একাংশ গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। 

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এই অনাস্থার কথা জানায় গণতান্ত্রিক শিক্ষক ফোরাম।  

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রবিষয়ক বিভাগ এই ঘটনার সঙ্গে জড়িত বলে আমরা মনে করি। অথচ, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা ও সহকারী প্রক্টরকে তদন্ত কমিটিতে সদস্য করা হয়েছে। এই কমিটির কাছে সুষ্ঠু বিচার প্রত্যাশা করা যায় না। তাই এই কমিটি বাতিল করে আগামী এক দিনের মধ্যে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছি। এ সময় প্রক্টরের অপসারণ ও ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তি প্রদানের দাবিও জানানো হয়। 

বাকৃবিতে শিক্ষকদের একাংশের প্রতিবাদ সমাবেশ। ছবি: আজকের পত্রিকাপ্রতিবাদ সমাবেশে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একাংশের সভাপতি অধ্যাপক ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার, সাধারণ সম্পাদক অধ্যাপক পূর্বা ইসলামসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি অনুমতি ছাড়া শিক্ষকের কক্ষে প্রবেশ করে শিক্ষকদের লাঞ্ছনা এবং এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদের বিরুদ্ধে। এ সময় ড. পূর্বা এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. আফরিনা মুস্তারিকে লাঞ্ছিত করা হয়। একই সঙ্গে ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আফতাব দুর্বারকে মারধর করা হয়। ঘটনার প্রতিবাদ জানিয়ে ১১ জানুয়ারি মানববন্ধন করে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একাংশ। তারা প্রক্টরের অপসারণ, দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান। 

এই ঘটনায় গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. সুকুমার সাহাকে সভাপতি এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে সদস্যসচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত