Ajker Patrika

নেত্রকোনায় জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৭ 

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৭ 

নেত্রকোনা সদরে জুয়া খেলার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের তেলেগাতী গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সদর উপজেলার তেলেগাতী গ্রামের মো. রিপন মিয়া (৩৫), একই গ্রামের জসীম উদ্দিন (৪২), জলিল মিয়া (৩৫), বকুল মিয়া (৫২), মতি মিয়া (৪৩), সাইদুল ইসলাম (৩২) ও এলাহি নেওয়াজ (৭১)। 

পুলিশ জানায়, সদরের তেলেগাতী গ্রামের একটি চায়ের দোকানে জুয়ার আসর বসে। এমন গোপন খবরে আজ মঙ্গলবার ভোরে অভিযান চালায় পুলিশ। জুয়া খেলা অবস্থায় সাতজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ৭ হাজার ৭৯০ টাকা, তাসসহ জুয়া খেলার নানা সরঞ্জাম জব্দ করা হয়। 

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম (পিপিএম) এ তথ্য নিশ্চিত করে বলেন, তাঁদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত