ময়মনসিংহ প্রতিনিধি
প্রচণ্ড গরমের মধ্যে ময়মনসিংহে বিএনপির পদযাত্রায় অসুস্থ হয়ে স্থানীয় এক যুববদল নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নেতারা জানান।
মৃত রুহুল আমীন সরকার (৪০) দক্ষিণ জেলা যুবদলের সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক। তিনি সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন বলেন, পদযাত্রাটি নগরীর চরপাড়া এলাকায় পৌঁছালে একপর্যায়ে রুহুল আমীন অসুস্থবোধ করেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এদিকে প্রচণ্ড দাবদাহে মধ্যে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়া অনেক নেতা-কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের পানি ঢেলে ও পাখা দিয়ে বাতাস করে সুস্থ করতে দেখা যায়।
কেন্দ্রঘোষিত দেশজুড়ে কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ দক্ষিণ, উত্তর ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে মঙ্গলবার দুপুরের দিকে নগরীর নতুন বাজারের জেলা বিএনপির কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহাম্মদ আজম খান।
এতে বিশেষ অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ছাড়াও দক্ষিণ, উত্তর ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দেন।
যুবদল নেতা মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে এক শোকবার্তায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনের কর্মসূচিতে যুবদল নেতা রুহুল আমীন সরকারের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর এই মৃত্যু দল ও দেশের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ যেন তাঁদের এই শোক সইবার শক্তি দান করেন।’
এর আগে পদযাত্রায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহাম্মদ আযম খান বলেন, সরকার তামাশার নির্বাচন করতে চায়। জনগণ আর তামাশার নির্বাচন করতে দেবে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে বাধ্য করা হবে।
প্রচণ্ড গরমের মধ্যে ময়মনসিংহে বিএনপির পদযাত্রায় অসুস্থ হয়ে স্থানীয় এক যুববদল নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নেতারা জানান।
মৃত রুহুল আমীন সরকার (৪০) দক্ষিণ জেলা যুবদলের সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক। তিনি সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন বলেন, পদযাত্রাটি নগরীর চরপাড়া এলাকায় পৌঁছালে একপর্যায়ে রুহুল আমীন অসুস্থবোধ করেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এদিকে প্রচণ্ড দাবদাহে মধ্যে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়া অনেক নেতা-কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের পানি ঢেলে ও পাখা দিয়ে বাতাস করে সুস্থ করতে দেখা যায়।
কেন্দ্রঘোষিত দেশজুড়ে কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ দক্ষিণ, উত্তর ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে মঙ্গলবার দুপুরের দিকে নগরীর নতুন বাজারের জেলা বিএনপির কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহাম্মদ আজম খান।
এতে বিশেষ অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ছাড়াও দক্ষিণ, উত্তর ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দেন।
যুবদল নেতা মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে এক শোকবার্তায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনের কর্মসূচিতে যুবদল নেতা রুহুল আমীন সরকারের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর এই মৃত্যু দল ও দেশের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ যেন তাঁদের এই শোক সইবার শক্তি দান করেন।’
এর আগে পদযাত্রায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহাম্মদ আযম খান বলেন, সরকার তামাশার নির্বাচন করতে চায়। জনগণ আর তামাশার নির্বাচন করতে দেবে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে বাধ্য করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১১ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে