Ajker Patrika

প্রকাশ্যে সিল মারার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪: ৪৩
প্রকাশ্যে সিল মারার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে প্রকাশ্যে সিল মারা ও নৌকার পক্ষে কাজ করার অভিযোগে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে ভোট গ্রহণ চলমান রয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের মদিনাতুল উল আলহাজ আকবর হোসেন কাওমি মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

প্রত্যাহারকৃতরা হলেন মদিনাতুল উল আলহাজ আকবর হোসেন কাওমি মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইলিয়াস উদ্দিন ও সহকারী প্রিসাইডিং অফিসার নুরুল হক। এ সময় নৌকার পোলিং এজেন্ট আবুল কালাম আজাদকেও কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, প্রকাশ্যে সিল মারা ও নৌকার পক্ষে কাজ করায় মদিনাতুল উল আলহাজ্ আকবর হোসেন কাওমী মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। এ সময় নৌকার পোলিং এজেন্ট আবুল কালাম আজাদকেও কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে মোহাম্মদ মাকসুদ আলম চৌধুরী জানিয়েছেন, অনিয়মের অভিযোগে তাঁদের প্রত্যাহার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত