Ajker Patrika

ইসলামপুরে গভীর রাতে বাড়ির উঠানে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

জামালপুর প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জামালপুরের ইসলামপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে গভীর রাতে নিজ বাড়ির উঠানে ইউপি সদস্য আব্দুর রহিমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে রাতে নিজ ঘরের কক্ষ থেকে ডেকে বের করা হয় আব্দুর রহিমকে। বাড়ির উঠানে ১০ থেকে ১২ জনের একটি দল উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে কোপানোর সময় নিহতের স্ত্রীসহ স্বজনেরা বাধা দিতে এলে তাদেরও মারধর করা হয়। পরে ঘটনাস্থলেই মারা যান আব্দুর রহিম। পরে পুলিশকে খবর দিলে সকালে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ ট্রলারযোগে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলেছ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত