Ajker Patrika

ভোটের ৩ দিন আগে নির্বাচনী কার্যক্রম থেকে ওসি প্রত্যাহার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ২১: ০৯
ভোটের ৩ দিন আগে নির্বাচনী কার্যক্রম থেকে ওসি প্রত্যাহার

ভোটগ্রহণের ৩ দিন আগে জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীরকে পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার নির্বাচন প্রশাসনের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেলাল হোসেন। আগামী ৩১ জানুয়ারি ৬ষ্ঠ ধাপে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

নির্বাচন কর্মকর্তা বেলাল হোসেন বলেন, আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের কার্যক্রম থেকে ওসি মুহাম্মদ মহব্বত কবীরকে প্রত্যাহারের ব্যাপারে একটি প্রজ্ঞাপন আমাদের হাতে এসেছে। তারপর থেকে ওসি মুহাম্মদ মহব্বত কবীরের সঙ্গে নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে যোগাযোগ করা হচ্ছে না। তবে কেন প্রত্যাহার করা হয়েছে তার কারণ আমরা জানি না।’ 

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ‘আমাকে নির্বাচনী কার্যক্রম থেকে প্রত্যাহারের বিষয়টি জানা ছিল না। এইমাত্র বিষয়টি আমি জানলাম। কি কারণে প্রত্যাহার করা হয়েছে বিষয়টি আমি জানি না।’ 

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল বলেন, ‘নির্বাচনী কার্যক্রম থেকে ওসি মুহাম্মদ মহব্বত কবীরকে প্রত্যাহার করে নির্বাচন প্রশাসন এক প্রজ্ঞাপন জারি করেছে। তার পরিপ্রেক্ষিতে ওসি মুহাম্মদ মহব্বত কবীরকে নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে ওসি (তদন্ত) মো. আনসার আলীকে দায়িত্ব প্রদান করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত