নেত্রকোনা প্রতিনিধি
অবৈধভাবে ইটভাটা চালানোর অভিযোগে নেত্রকোনার আটপাড়া উপজেলার ‘নেহাল ব্রিকস ফিল্ড’ নামের ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এর দুদিন পরই সেটি চালু করে ইটভাটা কর্তৃপক্ষ। ভাটাটিতে এরপর থেকে পুরোদমে শুরু হয় ইট পোড়ানোর কাজ।
গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিন গিয়ে নেহাল ব্রিকস ফিল্ডে ভেঙে দেওয়া জায়গাগুলো মাটি দিয়ে সংস্কার করতে দেখা গেছে। ওই ইটভাটার শ্রমিক নূর মোহাম্মদ বলেন, অভিযানে ইটভাটার তিনটি স্থানের কিছু অংশ ভ্যাকু দিয়ে ভেঙে দেয় প্রশাসন। পরে মাটি দিয়ে সেই স্থান মেরামত করা হয়েছে। বন্ধের দুই-তিন দিন পরই এটি চালু করা হয়েছে। তবে কি উপায়ে চালু করা হয়েছে তা তিনি জানেন না।
এ বিষয়ে ইট ভাটাটির মালিক আব্দুস সামাদ তালুকদারের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় আজ বুধবার। তিনি ভাটা চালু করার কথা স্বীকার করে বলেন, ‘প্রশাসন জরিমানা করে বন্ধ করেছে সত্য। এখন আমি আবারও চালু করেছি।’ আবারও চালুর জন্য অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না অনুমতি নেওয়া হয়নি। আমি–ই চালু করেছি।’
নেহাল ব্রিকস ফিল্ডের ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, গত ১৯ জানুয়ারি প্রশাসন অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে। সেই সঙ্গে এটির কার্যক্রম বন্ধ করেছে। তবে একজন নেতার মাধ্যমে দ্রুত ইটভাটার কার্যক্রম ফের চালু করা হয়েছে। নেতার নাম জানতে চাইলে তিনি তা জানাতে অস্বীকৃতি জানান।
আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এই ইটভাটায় অভিযান চালানো হয়। ৬০ হাজার টাকা জরিমানাসহ এটির কার্যক্রম বন্ধ করা হয়। সাংবাদিকদের মাধ্যমে জেনেছি ইটভাটাটি সংস্কার করে ফের কার্যক্রম শুরু করেছে। এটি আইন বিরোধী। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি তানভীর জাহান চৌধুরী বলেন, নিয়ম না মেনে গড়ে ওঠা পরিবেশের জন্য ক্ষতিকর ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নেত্রকোনা জেলার নেটওয়ার্ক মেম্বার দেলোয়ার খান বলেন, ‘পরিবেশের ক্ষতি মেনে নেওয়া যাবে না। পরিবেশে দূষিত হলে এর কুফল আমাদের সবার ওপর পড়বে। যেসব ইটভাটা বিদ্যালয় বা বসতবাড়ির আশপাশে অবৈধভাবে গড়ে উঠেছে সেগুলো দ্রুত বন্ধ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।’
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘এ বিষয়ে ব্যবস্থা নিতে আটপাড়ার ইউএনওকে বলব।’
অবৈধভাবে ইটভাটা চালানোর অভিযোগে নেত্রকোনার আটপাড়া উপজেলার ‘নেহাল ব্রিকস ফিল্ড’ নামের ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এর দুদিন পরই সেটি চালু করে ইটভাটা কর্তৃপক্ষ। ভাটাটিতে এরপর থেকে পুরোদমে শুরু হয় ইট পোড়ানোর কাজ।
গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিন গিয়ে নেহাল ব্রিকস ফিল্ডে ভেঙে দেওয়া জায়গাগুলো মাটি দিয়ে সংস্কার করতে দেখা গেছে। ওই ইটভাটার শ্রমিক নূর মোহাম্মদ বলেন, অভিযানে ইটভাটার তিনটি স্থানের কিছু অংশ ভ্যাকু দিয়ে ভেঙে দেয় প্রশাসন। পরে মাটি দিয়ে সেই স্থান মেরামত করা হয়েছে। বন্ধের দুই-তিন দিন পরই এটি চালু করা হয়েছে। তবে কি উপায়ে চালু করা হয়েছে তা তিনি জানেন না।
এ বিষয়ে ইট ভাটাটির মালিক আব্দুস সামাদ তালুকদারের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় আজ বুধবার। তিনি ভাটা চালু করার কথা স্বীকার করে বলেন, ‘প্রশাসন জরিমানা করে বন্ধ করেছে সত্য। এখন আমি আবারও চালু করেছি।’ আবারও চালুর জন্য অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না অনুমতি নেওয়া হয়নি। আমি–ই চালু করেছি।’
নেহাল ব্রিকস ফিল্ডের ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, গত ১৯ জানুয়ারি প্রশাসন অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে। সেই সঙ্গে এটির কার্যক্রম বন্ধ করেছে। তবে একজন নেতার মাধ্যমে দ্রুত ইটভাটার কার্যক্রম ফের চালু করা হয়েছে। নেতার নাম জানতে চাইলে তিনি তা জানাতে অস্বীকৃতি জানান।
আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এই ইটভাটায় অভিযান চালানো হয়। ৬০ হাজার টাকা জরিমানাসহ এটির কার্যক্রম বন্ধ করা হয়। সাংবাদিকদের মাধ্যমে জেনেছি ইটভাটাটি সংস্কার করে ফের কার্যক্রম শুরু করেছে। এটি আইন বিরোধী। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি তানভীর জাহান চৌধুরী বলেন, নিয়ম না মেনে গড়ে ওঠা পরিবেশের জন্য ক্ষতিকর ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নেত্রকোনা জেলার নেটওয়ার্ক মেম্বার দেলোয়ার খান বলেন, ‘পরিবেশের ক্ষতি মেনে নেওয়া যাবে না। পরিবেশে দূষিত হলে এর কুফল আমাদের সবার ওপর পড়বে। যেসব ইটভাটা বিদ্যালয় বা বসতবাড়ির আশপাশে অবৈধভাবে গড়ে উঠেছে সেগুলো দ্রুত বন্ধ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।’
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘এ বিষয়ে ব্যবস্থা নিতে আটপাড়ার ইউএনওকে বলব।’
সাতক্ষীরায় অপরিপক্ব এক ট্রাক আম বাজারজাতের চেষ্টাকালে জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে এই অভিযান চালানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ট্রাকে অপরিপক্ব আমের বিষয়টি শনাক্ত করেন। পরে তাঁরা আমবাহী একটি ট্রাক
১৩ মিনিট আগেরাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী মো. আরিফ সিকদার হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ও শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ‘শুটার’ মাহফুজুর রহমান বিপুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার সন্ধ্যায় র্যাব-৩–এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য
১৪ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজের কক্ষে ঢুকে তাঁর ল্যাপটপ ভাঙচুর করেছেন এক জুনিয়র কনসালট্যান্ট। এ সময় তিনি তত্ত্বাবধায়কে মারতেও উদ্যত হন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে হাসপাতালের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কক্ষে এই ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীর হামলায় সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বাংলা ২০১৮ ব্যাচের ছাত্র নোমানের ছাত্রত্ব সাময়িক স্থগিত ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তা ছাড়া স্নাতক পর্যায়ের সনদ স্থগিত ও তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত
১৮ মিনিট আগে