নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোক্তারপাড়ায় জেলা রেজিস্ট্রার অফিস আঙিনায় ও খালিয়াজুরীর জগন্নাথপুর নতুন বাজারে আগুনে পুড়ে ছয় ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ও রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলা শহরের মোক্তারপাড়ায় জেলা রেজিস্ট্রার অফিস আঙিনায় গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পুরোনো রেইনট্রি গাছে আগুন ধরে যায়। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভান। এ সময় আশপাশে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, কেউ সিগারেট খেয়ে ওই গাছের শুকনো পাতার ওপর ফেলে দেয়। এতে শুকনো পাতায় আগুন ধরে যায়।
অন্যদিকে, একই দিন রাত ১১টার দিকে জেলার খালিয়াজুরীর জগন্নাথপুর নতুন বাজারে আগুন লাগে। এতে কাপড় ব্যবসায়ী আবদুল কদ্দুস, চাল ব্যবসায়ী এমদাদ মিয়া, মনোহারী ব্যবসায়ী সবুজ খাঁ, ওয়েল্ডিং ব্যবসায়ী হিরন মিয়া, চা ব্যবসায়ী মুরাদ হোসেন, নাদিম হোসেন ও দুলাল মিয়ার ঘরে আগুন রেগে মালামাল পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
এলাকাবাসীর ধারণা, ওই বাজারে ভেন্ডার রফিকুল ইসলাম খোকনের দলিল লেখার চেম্বারে অরক্ষিত বৈদ্যুতিক সংযোগ থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে এলাকাবাসীরা শ্যালো মেশিন দিয়ে পানি সেচে এবং ঘণ্টাখানেক পর মদন উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাজারের ঘর ও ঘরের মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
নেত্রকোনা জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান বলেন, অফিস আঙিনায় বেশ কয়েকটি পুরোনো গাছ রয়েছে। একটি গাছের পাতায় আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। তবে কীভাবে আগুন লেগেছে, তা বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত বলা যাবে।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে এখানকার ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা চলছে।
নেত্রকোনার মোক্তারপাড়ায় জেলা রেজিস্ট্রার অফিস আঙিনায় ও খালিয়াজুরীর জগন্নাথপুর নতুন বাজারে আগুনে পুড়ে ছয় ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ও রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলা শহরের মোক্তারপাড়ায় জেলা রেজিস্ট্রার অফিস আঙিনায় গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পুরোনো রেইনট্রি গাছে আগুন ধরে যায়। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভান। এ সময় আশপাশে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, কেউ সিগারেট খেয়ে ওই গাছের শুকনো পাতার ওপর ফেলে দেয়। এতে শুকনো পাতায় আগুন ধরে যায়।
অন্যদিকে, একই দিন রাত ১১টার দিকে জেলার খালিয়াজুরীর জগন্নাথপুর নতুন বাজারে আগুন লাগে। এতে কাপড় ব্যবসায়ী আবদুল কদ্দুস, চাল ব্যবসায়ী এমদাদ মিয়া, মনোহারী ব্যবসায়ী সবুজ খাঁ, ওয়েল্ডিং ব্যবসায়ী হিরন মিয়া, চা ব্যবসায়ী মুরাদ হোসেন, নাদিম হোসেন ও দুলাল মিয়ার ঘরে আগুন রেগে মালামাল পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
এলাকাবাসীর ধারণা, ওই বাজারে ভেন্ডার রফিকুল ইসলাম খোকনের দলিল লেখার চেম্বারে অরক্ষিত বৈদ্যুতিক সংযোগ থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে এলাকাবাসীরা শ্যালো মেশিন দিয়ে পানি সেচে এবং ঘণ্টাখানেক পর মদন উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাজারের ঘর ও ঘরের মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
নেত্রকোনা জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান বলেন, অফিস আঙিনায় বেশ কয়েকটি পুরোনো গাছ রয়েছে। একটি গাছের পাতায় আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। তবে কীভাবে আগুন লেগেছে, তা বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত বলা যাবে।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে এখানকার ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা চলছে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
৮ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
১৩ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
২৮ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে