Ajker Patrika

মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় জুনায়েদ সিদ্দিকী গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৪৪
মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় জুনায়েদ সিদ্দিকী গ্রেপ্তার

ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামাল পাশাকে মারধর ও প্রাণনাশের হুমকির ঘটনায় জুনায়েদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। জুনায়েদ সিদ্দিকী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্য।

গত ২৪ জানুয়ারি উপজেলার কানহর উকিল বাড়ি মোড়ে বীর মুক্তিযোদ্ধা কামাল পাশাকে মারধর করেন জুনায়েদ সিদ্দিকী। এতে কামাল পাশার বাঁ চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহত মুক্তিযোদ্ধা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা আহত হয়ে থানায় আসলে আমরা তাঁকে আইনি সহায়তা করি। জুনায়েদ ও তাঁর ভাই শৈবালকে আসামি করে থানায় গত সোমবার মামলা করেছেন কামাল পাশা। পরে জেলা পুলিশ সুপারের নির্দেশে গতকাল মঙ্গলবার রাতে জুনায়েদকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত