Ajker Patrika

টাকা আত্মসাতের অভিযোগ: মেলান্দহ কলেজ ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
টাকা আত্মসাতের অভিযোগ: মেলান্দহ কলেজ ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি

শিক্ষার্থীদের টাকা আত্মসাতের অভিযোগে জামালপুরের মেলান্দহ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান পূর্ণকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রোববার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামালপুর জেলা ছাত্রলীগের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় মেলান্দহ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান পূর্ণকে তাঁর পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাঁর বিরুদ্ধে কেন চূড়ান্ত শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, উপযুক্ত কারণসহ আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব জানাতে বলা হয়। একই সঙ্গে মেলান্দহ সরকারি কলেজ শাখার বর্তমান সহসভাপতি মো. রাকিব খানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করতে বলা হয়।

এ বিষয়ে জানতে মো. মেহেদী হাসান পূর্ণর মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মেহেদী হাসান পূর্ণকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

মেহেদী হাসান পূর্ণর বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে ফরম ফিলআপ না করে যোগাযোগ বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি গতকাল রোববার ভুক্তভোগী শিক্ষার্থীরা কেন্দ্রীয় আওয়ামী লীগের এক নেতাকে জানায়। পরে ওই নেতা মেহেদী হাসান পূর্ণকে ছাত্রলীগ সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দেন এবং ভুক্তভোগীদের ফরম ফিলআপের টাকা নিজেই দিয়ে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত