জাককানইবি প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা ও নড়াইলের কলেজশিক্ষক অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে পুলিশের সামনে জুতার মালা পরিয়ে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জাককানইবিশিস)। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানানো হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নজরুল ভাস্কর্যের সামনে মানববন্ধন শুরু হয়। পরে বৃষ্টি শুরু হলে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর, কোষাধ্যক্ষ জালাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শেখ সুজন আলী, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. তুহিনুর রহমান তুহিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য সৌমিত্র শেখর বলেন, ‘সাম্প্রতিক সময়ে শিক্ষক নির্যাতন ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখার সময় এখন এসেছে। সমাজ ও রাষ্ট্রের মেরুদণ্ডকে ধ্বংস করার অপচেষ্টা চলছে। একটা শ্রেণি সব সময় অপচেষ্টা করে শিক্ষকদের হয়রানি করতে। কিন্তু শিক্ষকদের আক্রান্ত পরিশ্রম কখনো চোখে পড়ে না। আমি মনে করি, শিক্ষক হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করবে সংশ্লিষ্টরা।’
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. তুহিনুর রহমান তুহিন (অবন্ত) বলেন, সামাজিক ও নৈতিক শিক্ষার অভাবে কোথাও কোথাও ছাত্র-শিক্ষক সম্পর্কের চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে। এই দুটি ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক শফিক শাহীন বলেন, প্রতিটি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন তিনি। এসব ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর বিচারের ব্যবস্থা করতে হবে। যা দেখে আর কেউ যেন শিক্ষকের গায়ে হাত না দিতে পারে। এই শিক্ষক হত্যাকাণ্ডের বিচার না হলে সমগ্র বাংলাদেশের শিক্ষকেরা নিরাপত্তাহীন হয়ে যাবেন।
সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা ও নড়াইলের কলেজশিক্ষক অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে পুলিশের সামনে জুতার মালা পরিয়ে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জাককানইবিশিস)। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানানো হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নজরুল ভাস্কর্যের সামনে মানববন্ধন শুরু হয়। পরে বৃষ্টি শুরু হলে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর, কোষাধ্যক্ষ জালাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শেখ সুজন আলী, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. তুহিনুর রহমান তুহিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য সৌমিত্র শেখর বলেন, ‘সাম্প্রতিক সময়ে শিক্ষক নির্যাতন ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখার সময় এখন এসেছে। সমাজ ও রাষ্ট্রের মেরুদণ্ডকে ধ্বংস করার অপচেষ্টা চলছে। একটা শ্রেণি সব সময় অপচেষ্টা করে শিক্ষকদের হয়রানি করতে। কিন্তু শিক্ষকদের আক্রান্ত পরিশ্রম কখনো চোখে পড়ে না। আমি মনে করি, শিক্ষক হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করবে সংশ্লিষ্টরা।’
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. তুহিনুর রহমান তুহিন (অবন্ত) বলেন, সামাজিক ও নৈতিক শিক্ষার অভাবে কোথাও কোথাও ছাত্র-শিক্ষক সম্পর্কের চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে। এই দুটি ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক শফিক শাহীন বলেন, প্রতিটি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন তিনি। এসব ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর বিচারের ব্যবস্থা করতে হবে। যা দেখে আর কেউ যেন শিক্ষকের গায়ে হাত না দিতে পারে। এই শিক্ষক হত্যাকাণ্ডের বিচার না হলে সমগ্র বাংলাদেশের শিক্ষকেরা নিরাপত্তাহীন হয়ে যাবেন।
রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
১২ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
১৪ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা-ডাঙ্গারচর কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের বিকট শব্দ ও কাঁপুনিতে এলাকার ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এ প্রতিবাদে তাঁরা আজ বুধবার সকালে কেন্দ্রের মূল ফটকে মানববন্ধন করেছেন। ঘাট চৌধুরীর বাড়ি ও হাজি ছমদ মিয়ার বাড়ি রক্ষা কমিটির ব্যানারে
২৬ মিনিট আগে