Ajker Patrika

হালুয়াঘাটে ১১৯ মামলায় জরিমানা প্রায় ৯৩ হাজার

প্রতিনিধি, হালুয়াঘাট (ময়মনসিংহ) 
আপডেট : ০৮ জুলাই ২০২১, ১১: ৪৮
হালুয়াঘাটে ১১৯ মামলায় জরিমানা প্রায় ৯৩ হাজার

চলমান লকডাউনে এবং করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে হালুয়াঘাট উপজেলা প্রশাসন। গত ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে ১১৯ মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সর্বমোট ৯২ হাজার ৭৪০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গত বৃহস্পতিবার (১ জুলাই) থেকে চলমান লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে উপজেলা ও পুলিশ প্রশাসন। সঙ্গে আছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), সেনাবাহিনী, বিজিবি ও ব্যাটালিয়ন পুলিশ। মানুষকে ঘরে ফেরাতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের রুটিন টহল অব্যাহত রয়েছে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিদিন গুরুত্বপূর্ণ ও জনবহুল বাজারগুলোতে অভিযান পরিচালনা কো হচ্ছে। এ সময় বিনা কারণে ঘোরাঘুরি, মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না মানায় আইন অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানার আওতায় আনা হচ্ছে।

তা ছাড়া কর্মহীন, অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসহায়তা পৌঁছে দিতে কাজ করছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। 

এ বিষয়ে মো. রেজাউল করিম বলেন, `মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষকে ঘরে ফেরাতে এবং স্বাস্থ্যবিধি মানাসহ মাস্ক পরা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত