ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়। সেই সঙ্গে এই হাসপাতালে ১৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন চিকিৎসক ফরহাদ হোসেন হীরা।
ওই যুবকের নাম মো. হাবিব (৩০)। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার আকিজ মিয়ার ছেলে। হাবিব ঢাকার মহাখালী এলাকায় বসবাস করতেন।
মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন চিকিৎসক ফরহাদ হোসেন হীরা আজকের পত্রিকাকে বলেন, ‘এই হাসপাতালে গত মাসে (জুলাই) চারজন এবং এ মাসের শুরুতেই একজনসহ মোট পাঁচজন রোগী মারা গেছে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। আক্রান্তদের মধ্যে পুরুষ ১৩০ জন, নারী ১৬ জন ও শিশু রয়েছে ৮ জন।’
তিনি আরও বলেন, ‘ভর্তিকৃত রোগীদের অবস্থা মোটামুটি ভালো। ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকতে পারে। সাধারণ মানুষ সচেতন না হলে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।’
ফরহাদ হোসেন বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শয্যার সংকট দেখা দিয়েছে। অনেকেরই হাসপাতালের মেঝেতে শুয়ে সেবা নিতে হচ্ছে। তবে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই ঢাকা ও আশপাশের এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত।’
এদিকে ডেঙ্গু সংক্রমণ রোধে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে ক্র্যাশ প্রোগ্রামের দ্বিতীয় দফা কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু আজকের পত্রিকাকে বলেন, ‘ডেঙ্গু সংক্রমণের শুরু থেকে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। যার কারণে সিটি করপোরেশন এলাকায় এখনো পর্যন্ত কেউ আক্রান্ত হয়নি। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি আমাদের মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত মানুষের বাড়ি বাড়ি গিয়ে মশার উৎসস্থল ধ্বংসের পাশাপাশি জরিমানা করছে। সবার সতর্ক সহযোগিতায় করোনার মতো আমরা সুন্দরভাবে ডেঙ্গু মোকাবিলা করতে চাই।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়। সেই সঙ্গে এই হাসপাতালে ১৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন চিকিৎসক ফরহাদ হোসেন হীরা।
ওই যুবকের নাম মো. হাবিব (৩০)। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার আকিজ মিয়ার ছেলে। হাবিব ঢাকার মহাখালী এলাকায় বসবাস করতেন।
মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন চিকিৎসক ফরহাদ হোসেন হীরা আজকের পত্রিকাকে বলেন, ‘এই হাসপাতালে গত মাসে (জুলাই) চারজন এবং এ মাসের শুরুতেই একজনসহ মোট পাঁচজন রোগী মারা গেছে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। আক্রান্তদের মধ্যে পুরুষ ১৩০ জন, নারী ১৬ জন ও শিশু রয়েছে ৮ জন।’
তিনি আরও বলেন, ‘ভর্তিকৃত রোগীদের অবস্থা মোটামুটি ভালো। ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকতে পারে। সাধারণ মানুষ সচেতন না হলে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।’
ফরহাদ হোসেন বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শয্যার সংকট দেখা দিয়েছে। অনেকেরই হাসপাতালের মেঝেতে শুয়ে সেবা নিতে হচ্ছে। তবে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই ঢাকা ও আশপাশের এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত।’
এদিকে ডেঙ্গু সংক্রমণ রোধে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে ক্র্যাশ প্রোগ্রামের দ্বিতীয় দফা কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু আজকের পত্রিকাকে বলেন, ‘ডেঙ্গু সংক্রমণের শুরু থেকে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। যার কারণে সিটি করপোরেশন এলাকায় এখনো পর্যন্ত কেউ আক্রান্ত হয়নি। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি আমাদের মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত মানুষের বাড়ি বাড়ি গিয়ে মশার উৎসস্থল ধ্বংসের পাশাপাশি জরিমানা করছে। সবার সতর্ক সহযোগিতায় করোনার মতো আমরা সুন্দরভাবে ডেঙ্গু মোকাবিলা করতে চাই।’
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৩৩ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
৩৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
৪১ মিনিট আগেসহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
১ ঘণ্টা আগে