Ajker Patrika

ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, চিকিৎসাধীন ১৫৪ জন

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১৫: ২৫
ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, চিকিৎসাধীন ১৫৪ জন

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়। সেই সঙ্গে এই হাসপাতালে ১৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন চিকিৎসক ফরহাদ হোসেন হীরা।

ওই যুবকের নাম মো. হাবিব (৩০)। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার আকিজ মিয়ার ছেলে। হাবিব ঢাকার মহাখালী এলাকায় বসবাস করতেন।

মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন চিকিৎসক ফরহাদ হোসেন হীরা আজকের পত্রিকাকে বলেন, ‘এই হাসপাতালে গত মাসে (জুলাই) চারজন এবং এ মাসের শুরুতেই একজনসহ মোট পাঁচজন রোগী মারা গেছে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। আক্রান্তদের মধ্যে পুরুষ ১৩০ জন, নারী ১৬ জন ও শিশু রয়েছে ৮ জন।’ 

তিনি আরও বলেন, ‘ভর্তিকৃত রোগীদের অবস্থা মোটামুটি ভালো। ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকতে পারে। সাধারণ মানুষ সচেতন না হলে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।’ 

ফরহাদ হোসেন বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শয্যার সংকট দেখা দিয়েছে। অনেকেরই হাসপাতালের মেঝেতে শুয়ে সেবা নিতে হচ্ছে। তবে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই ঢাকা ও আশপাশের এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত।’ 

এদিকে ডেঙ্গু সংক্রমণ রোধে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে ক্র্যাশ প্রোগ্রামের দ্বিতীয় দফা কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। 

এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু আজকের পত্রিকাকে বলেন, ‘ডেঙ্গু সংক্রমণের শুরু থেকে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। যার কারণে সিটি করপোরেশন এলাকায় এখনো পর্যন্ত কেউ আক্রান্ত হয়নি। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি আমাদের মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত মানুষের বাড়ি বাড়ি গিয়ে মশার উৎসস্থল ধ্বংসের পাশাপাশি জরিমানা করছে। সবার সতর্ক সহযোগিতায় করোনার মতো আমরা সুন্দরভাবে ডেঙ্গু মোকাবিলা করতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত