Ajker Patrika

ময়মনসিংহে এক দিনে ২৩৭ মামলায় লক্ষাধিক টাকা জরিমানা

প্রতিনিধি, ময়মনসিংহ
আপডেট : ৩১ জুলাই ২০২১, ১০: ১৩
ময়মনসিংহে এক দিনে ২৩৭ মামলায় লক্ষাধিক টাকা জরিমানা

দ্বিতীয় দফা কঠোর বিধিনিষেধের ৮ম দিনে ময়মনসিংহে ২৩৭ মামলায় ১ লাখ ২৮ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা শহর ও উপজেলাগুলোয় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, ময়মনসিংহের ১৩ উপজেলার ১৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ১২ জন সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের ২৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ মোট ৫২ জন দিনব্যাপী অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেছেন।

আয়েশা হক আরও বলেন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনী অভিযান পরিচালনায় সহযোগিতা করছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে স্কাউট, বিএনসিসি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসনকে সহায়তা করেছে। 

এ ছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা প্রয়োজনীয় সহযোগিতা করছেন বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত