Ajker Patrika

ময়মনসিংহে পৃথক দুর্ঘটনার কবলে তিন বাস, নিহত ১ 

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২২, ২০: ৫৯
ময়মনসিংহে পৃথক দুর্ঘটনার কবলে তিন বাস, নিহত ১ 

ময়মনসিংহের দুই উপজেলায় পৃথক বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টার পর্যন্ত জেলা সদর ও ফুলপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। ঘটনায় অন্তত আরও ৩৫ জন আহত হয়েছেন। 

জানা যায়, আজ বেলা ১১টার দিকে সদর উপজেলার রশিদপুর নামক স্থানে ঢাকা থেকে নেত্রকোনাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাস দুমড়েমুচড়ে গিয়ে এক বাসের চালকসহ অন্তত ২০ জন আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। 

ময়মনসিংহের দুই উপজেলায় পৃথক বাস দুর্ঘটনায় ৩৫ জন আহত হয়েছেনময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান বলেন, ‘এ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় আহত ২০ জনকে আমরা পেয়েছি। তাঁদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।’ 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিকুল হক বলেন, ঘটনার পর অপর বাসের চালক পালিয়ে যান। তবে, ঘাতক বাস দুটি জব্দ করা হয়েছে। 

ময়মনসিংহের দুই উপজেলায় পৃথক বাস দুর্ঘটনায় ৩৫ জন আহত হয়েছেনঅপর ঘটনায় ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ দুপুর সোয়া ১২টার দিকে ইমাদপুর এলাকায় ঢাকাগামী একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় ধান কাটার মেশিন বহনকারী ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এ সময় বাসের একজন যাত্রী নিহত হন। 

ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আল আমিন বলেন, ‘আমরা ঘটনাস্থলে কাজ করছি। এ ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কারও নাম-ঠিকানা জানা যায়নি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত