মৌলভীবাজারের কমলগঞ্জে বিষাক্ত সাপ ছোবল দেয় ঝর্ণা সিংহা (২৭) নামের এক গৃহবধূকে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর বাড়ি এনে বিকেল থেকে শুরু করে সারা রাত কবিরাজ-ওঝা দিয়ে করা হয়েছে ঝাড়ফুঁক। এরপর আজ বুধবার সকালে আবার লাশ নিয়ে তাঁরা রওনা দিয়েছেন কুলাউড়া মিশনের দিকে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের হিরামতি গ্রামে সাপে কাটে ওই গৃহবধূকে। ঝর্ণা সিংহা একই গ্রামের বাবুল সিংহের স্ত্রী। স্থানীয়দের বিশ্বাস, ‘সাপে কামড় দিলে মানুষ ২১ দিন বেঁচে থাকে’ তাই তারা ঝাড়ফুঁক করাচ্ছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে ঝর্ণা সিংহা গরুর খাবারের জন্য বাড়ির গোয়াল ঘরের পাশ থেকে কচু কাটতে যান। কচু কাটার সময় ঝর্ণা সিংহার বাম হাতে বিষধর সাপে ছোবল মারে। সাপে ছোবল মারার পর ঝর্ণা ঘরে এসে লোকজনকে সাপে ছোবল দেওয়ার কথা বললে পরিবারের লোকজন কাপড় দিয়ে শক্ত করে বেঁধে চিকিৎসার জন্য দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
সদর হাসপাতালে নেওয়ার পর সাপের কামড়ের ইনজেকশন দিলেও বাঁচানো যায়নি ঝর্ণাকে। কিন্তু মৃত্যুর খবর বিশ্বাস হয়নি পরিবারের লোকজনের। তাই তারা বিভিন্ন জায়গা থেকে কবিরাজ-ওঝা এনে ঝাড়ফুঁক করাচ্ছে। গত ২৪ ঘণ্টা ঝাড়ফুঁক করে ব্যর্থ হয়ে চলে গেছেন বিভিন্ন ওঝা। তবুও মৃত ঝর্ণা জীবিত আছে বলে সৎকার করছে না পরিবার।
স্থানীয়রা জানান, ঝর্ণাকে সাপে কামড় দেওয়ার পর হাসপাতালে নেওয়ার হলে সেখানে তার মৃত্যু হয়। কিন্তু ঝর্ণার পরিবার ও এলাকার অনেকেই বলছে, ‘সাপে কামড় দিলে মানুষ ২১ দিন বেঁচে থাকে’ তাই ঝাড়ফুঁক চলছে।
মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ফয়ছয়ুজ্জামান বলেন, ঝর্ণাকে হাসপাতালে আনার পর আমরা সাপের কামড়ের ইনজেকশন দিই। তবে এর আগেই সাপের বিষ ঝর্ণার শরীরে ছড়িয়ে যাওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঝর্ণার পরিবারের সদস্য প্রদীপ সিংহ বলেন, ‘বিষাক্ত সাপে কামড় মারার পর ঝর্ণা ব্যথায় ছটফট করতে থাকে। এরপর আমরা মৌলভীবাজার হাসপাতালে নিয়ে গেলে ইনজেকশন দেওয়ার পর মারা যায়। বাড়িতে আনার পর অনেকই বলেন ঝর্ণা বেঁচে আছে—এ জন্য আমরা ঝাড়ফুঁক করাচ্ছি।’
এ বিষয়ে নিহতের ননদ শিবলী রাণী সিনহার বলেন, ‘মঙ্গলবার রাতে আমাদের বাড়িতে ৪ জন ওঝা এসে বৌদিকে ঝাড়ফুঁক দিয়ে গেছে। রাতে বৌদির শরীর শক্ত হয়ে গেলেও সকাল থেকে বৌদির শরীর নরম হয়ে গেছে। তার হাত-পা এখন নাড়ানো সম্ভব হচ্ছে। তাই আমরা দাহ না করে বৌদিকে নিয়ে কুলাউড়া মিশনে যাচ্ছি।’
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সাপের কামড়ে ঝর্ণার মৃত্যু হয়েছে—এ কথা পরিবারের লোকজন বিশ্বাস করছে না। তারা সারা রাত ওঝা দিয়ে ঝাড়ফুঁক করেছে। আমি সকালে তাদের সিলেট হাসপাতালে পাঠিয়েছি। এ কথা বলে, যদি মেডিকেল পরীক্ষা করে ডাক্তার ঝর্ণাকে মৃত ঘোষণা করে তাহলে তোমার সৎকার করো। পরিবারের লোকজন এখন কি করে দেখার বিষয়।’
মৌলভীবাজারের কমলগঞ্জে বিষাক্ত সাপ ছোবল দেয় ঝর্ণা সিংহা (২৭) নামের এক গৃহবধূকে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর বাড়ি এনে বিকেল থেকে শুরু করে সারা রাত কবিরাজ-ওঝা দিয়ে করা হয়েছে ঝাড়ফুঁক। এরপর আজ বুধবার সকালে আবার লাশ নিয়ে তাঁরা রওনা দিয়েছেন কুলাউড়া মিশনের দিকে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের হিরামতি গ্রামে সাপে কাটে ওই গৃহবধূকে। ঝর্ণা সিংহা একই গ্রামের বাবুল সিংহের স্ত্রী। স্থানীয়দের বিশ্বাস, ‘সাপে কামড় দিলে মানুষ ২১ দিন বেঁচে থাকে’ তাই তারা ঝাড়ফুঁক করাচ্ছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে ঝর্ণা সিংহা গরুর খাবারের জন্য বাড়ির গোয়াল ঘরের পাশ থেকে কচু কাটতে যান। কচু কাটার সময় ঝর্ণা সিংহার বাম হাতে বিষধর সাপে ছোবল মারে। সাপে ছোবল মারার পর ঝর্ণা ঘরে এসে লোকজনকে সাপে ছোবল দেওয়ার কথা বললে পরিবারের লোকজন কাপড় দিয়ে শক্ত করে বেঁধে চিকিৎসার জন্য দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
সদর হাসপাতালে নেওয়ার পর সাপের কামড়ের ইনজেকশন দিলেও বাঁচানো যায়নি ঝর্ণাকে। কিন্তু মৃত্যুর খবর বিশ্বাস হয়নি পরিবারের লোকজনের। তাই তারা বিভিন্ন জায়গা থেকে কবিরাজ-ওঝা এনে ঝাড়ফুঁক করাচ্ছে। গত ২৪ ঘণ্টা ঝাড়ফুঁক করে ব্যর্থ হয়ে চলে গেছেন বিভিন্ন ওঝা। তবুও মৃত ঝর্ণা জীবিত আছে বলে সৎকার করছে না পরিবার।
স্থানীয়রা জানান, ঝর্ণাকে সাপে কামড় দেওয়ার পর হাসপাতালে নেওয়ার হলে সেখানে তার মৃত্যু হয়। কিন্তু ঝর্ণার পরিবার ও এলাকার অনেকেই বলছে, ‘সাপে কামড় দিলে মানুষ ২১ দিন বেঁচে থাকে’ তাই ঝাড়ফুঁক চলছে।
মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ফয়ছয়ুজ্জামান বলেন, ঝর্ণাকে হাসপাতালে আনার পর আমরা সাপের কামড়ের ইনজেকশন দিই। তবে এর আগেই সাপের বিষ ঝর্ণার শরীরে ছড়িয়ে যাওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঝর্ণার পরিবারের সদস্য প্রদীপ সিংহ বলেন, ‘বিষাক্ত সাপে কামড় মারার পর ঝর্ণা ব্যথায় ছটফট করতে থাকে। এরপর আমরা মৌলভীবাজার হাসপাতালে নিয়ে গেলে ইনজেকশন দেওয়ার পর মারা যায়। বাড়িতে আনার পর অনেকই বলেন ঝর্ণা বেঁচে আছে—এ জন্য আমরা ঝাড়ফুঁক করাচ্ছি।’
এ বিষয়ে নিহতের ননদ শিবলী রাণী সিনহার বলেন, ‘মঙ্গলবার রাতে আমাদের বাড়িতে ৪ জন ওঝা এসে বৌদিকে ঝাড়ফুঁক দিয়ে গেছে। রাতে বৌদির শরীর শক্ত হয়ে গেলেও সকাল থেকে বৌদির শরীর নরম হয়ে গেছে। তার হাত-পা এখন নাড়ানো সম্ভব হচ্ছে। তাই আমরা দাহ না করে বৌদিকে নিয়ে কুলাউড়া মিশনে যাচ্ছি।’
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সাপের কামড়ে ঝর্ণার মৃত্যু হয়েছে—এ কথা পরিবারের লোকজন বিশ্বাস করছে না। তারা সারা রাত ওঝা দিয়ে ঝাড়ফুঁক করেছে। আমি সকালে তাদের সিলেট হাসপাতালে পাঠিয়েছি। এ কথা বলে, যদি মেডিকেল পরীক্ষা করে ডাক্তার ঝর্ণাকে মৃত ঘোষণা করে তাহলে তোমার সৎকার করো। পরিবারের লোকজন এখন কি করে দেখার বিষয়।’
ডিএমপির পল্লবী ও দারুসসালাম জোনের এডিসি সালেহ্ মুহম্মদ জাকারিয়া সভাপতি ও ডিবি তেজগাও জোনের এডিসি মো. মোর্শেদুল হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৫ তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ মেয়াদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
২ ঘণ্টা আগেনুরাল পাগলার আস্তানায় হামলার ৬ দিন পর রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করা হয়েছে। আজ শুক্রবার রাজবাড়ীর পুলিশ সুপার স্বাক্ষরিত আদেশে তাঁকে পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ শাখায় পরিদর্শক (ক্রাইম) পদে সংযুক্ত করা হয়।
৪ ঘণ্টা আগেগ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যের অন্যতম হচ্ছে নৌকাবাইচ। জীবনযাপনে আধুনিকতার সংস্পর্শে হারিয়ে যেতে বসেছে বাঙালির ঐতিহ্যের এই উৎসবটি। ঐতিহ্যকে ধরে রাখতে চলনবিল-অধ্যুষিত নাটোরের গুরুদাসপুরে অনুষ্ঠিত হয়ে গেল মনোমুগ্ধকর নৌকাবাইচ।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট গণসংগীতশিল্পী মাহমুদ সেলিম। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত উদীচী কেন্দ্রীয় সংসদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
৪ ঘণ্টা আগে