Ajker Patrika

গাংনীতে মা ও শিশুর লাশ উদ্ধার, পরিবারের দাবি বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২৩, ১০: ১৩
গাংনীতে মা ও শিশুর লাশ উদ্ধার, পরিবারের দাবি বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

মেহেরপুরের গাংনী থেকে মা ও দুই বছরের কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মায়ের নাম তাসলিমা খাতুন (৩০) এবং শিশুটির নাম মারিয়া খাতুন। গতকাল মঙ্গলবার রাতে কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে  বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। তবে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, তাসলিমা খাতুনের ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে কীভাবে মৃত্যু হয়েছে জানা যাবে।

তাসলিমা খাতুন হাড়াভাঙ্গা গ্রামের মিন্টু আলীর স্ত্রী এবং শরীয়তপুর জেলার সখীপুর থানার টিবলপ গ্রামের আব্দুর রশিদ ব্যাপারীর মেয়ে।

মিন্টু আলীর মা আকছারন নেছা বলেন, তাসলিমা খাতুন বৈদ্যুতিক সকেট থেকে ফ্যানের চার্জার খুলছিলেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে তাসলিমা ও তাঁর কোলে থাকা শিশু মারিয়া খাতুন মারা যায়।

তাসলিমার ভাই দেলোয়ার হোসেন বলেন, ছোট বোন তাসলিমার সঙ্গে ছয় বছর আগে মিন্টু আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাসলিমার ওপর নানা অত্যাচার করত। গত কয়েক দিন আগেও মারধর করেছে।’ কীভাবে মৃত্যু হয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

গাংনী থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, তাসলিমা খাতুনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং শিশু মারিয়ার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে ময়নাতদন্তের পর প্রতিবেদন হাতে পেলে আসল ঘটনা জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

‘ম্যামের মুখটা দেখলাম, মনে হলো—শুয়ে আছেন, কিছুই হয়নি তাঁর’

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

নেপালে সরকার পতনের পর ভাইরাল মনীষা কৈরালার পুরোনো ভিডিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত