মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষের বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পয়লা বৈশাখে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’র মোটিফ বানিয়েছিলেন তিনি। গতকাল মঙ্গলবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে মানবেন্দ্রের পরিবার।
আগুনে একটি টিনশেড পাকা ঘর, একটি মোটরসাইকেল, বেশ কিছু প্রতিমা ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।
স্থানীয়রা ধারণা করছেন, পয়লা বৈশাখে ঢাকায় ‘ফ্যাসিবাদের’ মুখাকৃতি বানানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিল্পীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তবে মানবেন্দ্র ঘোষ দাবি করেন, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, অন্য কোনো মুখাকৃতি নয়।
এ বিষয়ে মানবেন্দ্র বলেন, ‘আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তায় ভুগছি। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহসহ পুলিশের কর্মকর্তারা। ওসি আমান উল্লাহ জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) ইয়াছমিন খাতুন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকাজ চলমান, কারও জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানান, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ খোঁজার পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণের শোভাযাত্রার জন্য বিভিন্ন মোটিফ তৈরির সঙ্গে জড়িত ছিলেন শিল্পী মানবেন্দ্র ঘোষ। এবার শোভাযাত্রায় সবচেয়ে আলোচিত মোটিফটি ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। নববর্ষের এক দিন আগে সেই মোটিফ পুড়িয়ে দেওয়া হয়েছিল। পরে সেটি আবারও বানানো হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষের বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পয়লা বৈশাখে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’র মোটিফ বানিয়েছিলেন তিনি। গতকাল মঙ্গলবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে মানবেন্দ্রের পরিবার।
আগুনে একটি টিনশেড পাকা ঘর, একটি মোটরসাইকেল, বেশ কিছু প্রতিমা ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।
স্থানীয়রা ধারণা করছেন, পয়লা বৈশাখে ঢাকায় ‘ফ্যাসিবাদের’ মুখাকৃতি বানানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিল্পীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তবে মানবেন্দ্র ঘোষ দাবি করেন, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, অন্য কোনো মুখাকৃতি নয়।
এ বিষয়ে মানবেন্দ্র বলেন, ‘আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তায় ভুগছি। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহসহ পুলিশের কর্মকর্তারা। ওসি আমান উল্লাহ জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) ইয়াছমিন খাতুন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকাজ চলমান, কারও জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানান, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ খোঁজার পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণের শোভাযাত্রার জন্য বিভিন্ন মোটিফ তৈরির সঙ্গে জড়িত ছিলেন শিল্পী মানবেন্দ্র ঘোষ। এবার শোভাযাত্রায় সবচেয়ে আলোচিত মোটিফটি ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। নববর্ষের এক দিন আগে সেই মোটিফ পুড়িয়ে দেওয়া হয়েছিল। পরে সেটি আবারও বানানো হয়েছে।
চট্টগ্রামে দুই কোম্পানির কাছ থেকে ৬০ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী রুকমিলা জামানসহ কয়েকজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলা দুটি
২৪ মিনিট আগেরংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)। গতকাল সোমবার সংগঠনের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগান ও সদস্যসচিব মনোয়ার হোসেন লিটন স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে ঘটনার নিন্দা জানানো হয়।
৪১ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার খেলায় দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন খেলোয়াড় আহত হন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগেসৌদি আরবের রিয়াদে ফেনীর পরশুরামের প্রবাসী যুবক আবদুস সালাম ভূঁইয়া সজীবকে (২৮) অপহরণ করেছে দুর্বৃত্তরা। লোহার শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠিয়ে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। সজীব উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের আমিনুর রহমান ভূঁইয়ার ছেলে।
১ ঘণ্টা আগে