শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজারে অগ্নিকাণ্ডে তিনটি মিষ্টির দোকান ও একটি ইলেকট্রিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
বাজারের রবিউলের মুসলিম মিষ্টান্ন ভান্ডারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশের আরও দুটি মিষ্টির দোকান ও একটি ইলেকট্রিক পণ্যের দোকান আগুনে পুড়ে যায়। বাজারে আগুন দেখে সীমাখালী বাজারে অবস্থানরত শামছুর রহমান মাগুরা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন। অগ্নিকাণ্ডে বাজারের চারটি দোকানের জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে মুসলিম মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী রবিউল ইসলাম জানান, তাঁর দোকানে তিনটি ফ্রিজ, চার আলমারিসহ মোট ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সীমাখালী বাজারের দোকানদার আজিজুর জানান, তাঁর দোকানের একটি ফ্রিজ, তিনটি আলমারিসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দোকানদার আলাউদ্দীন বলেন, তাঁর দোকানের একটি ফ্রিজ, চারটি আলমারিসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দোকানদার লিটন বলেন, ‘আমার দোকানের সব মালামাল পুড়ে গেছে। আমি কিছুদিন আগে যশোর থেকে প্রায় ৩ লাখ টাকার পণ্য কিনে এনেছি। আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
ডি এ ডি ফায়ার স্টেশন কর্মকর্তা মাসুদ সরদার বলেন, ‘আমরা দিবাগত রাত ২টার (আনুমানিক) দিকে খবর পেয়েছি। ঘটনাস্থলে পৌঁছানোর ৩০ মিনিটির মধ্যে বাজারের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) বিশারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজারে অগ্নিকাণ্ডে তিনটি মিষ্টির দোকান ও একটি ইলেকট্রিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
বাজারের রবিউলের মুসলিম মিষ্টান্ন ভান্ডারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশের আরও দুটি মিষ্টির দোকান ও একটি ইলেকট্রিক পণ্যের দোকান আগুনে পুড়ে যায়। বাজারে আগুন দেখে সীমাখালী বাজারে অবস্থানরত শামছুর রহমান মাগুরা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন। অগ্নিকাণ্ডে বাজারের চারটি দোকানের জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে মুসলিম মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী রবিউল ইসলাম জানান, তাঁর দোকানে তিনটি ফ্রিজ, চার আলমারিসহ মোট ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সীমাখালী বাজারের দোকানদার আজিজুর জানান, তাঁর দোকানের একটি ফ্রিজ, তিনটি আলমারিসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দোকানদার আলাউদ্দীন বলেন, তাঁর দোকানের একটি ফ্রিজ, চারটি আলমারিসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দোকানদার লিটন বলেন, ‘আমার দোকানের সব মালামাল পুড়ে গেছে। আমি কিছুদিন আগে যশোর থেকে প্রায় ৩ লাখ টাকার পণ্য কিনে এনেছি। আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
ডি এ ডি ফায়ার স্টেশন কর্মকর্তা মাসুদ সরদার বলেন, ‘আমরা দিবাগত রাত ২টার (আনুমানিক) দিকে খবর পেয়েছি। ঘটনাস্থলে পৌঁছানোর ৩০ মিনিটির মধ্যে বাজারের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) বিশারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অবশেষে ১০টি প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রদল, বাম ছাত্রসংগঠন ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব প্যানেল ঘোষণা করা হয়। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না বৈষম্যবিরোধী আন্দোলনের চবির তিন আলোচিত সমন্বয়ক।
৪ ঘণ্টা আগেআমনের ভরা মৌসুমে কুড়িগ্রামের কয়েকটি স্থানে সারসংকটের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে গিয়ে শূন্য হাতে ফিরছেন তাঁরা। এতে করে আমন খেতসহ রবিশস্যের আগাম আবাদ বাধাগ্রস্ত হচ্ছে।
৫ ঘণ্টা আগেভারতের আসাম থেকে কয়েক শ বছর আগে বাংলাদেশে এসে বসতি গড়ে খাসিয়া উপজাতির মানুষ। বসবাসের জন্য সিলেটের পাহাড়ি এলাকায় বন বিভাগের জমিতে নির্মাণ করে বসতঘর। তাদের পাড়াগুলো পুঞ্জি হিসেবে পরিচিত। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় এমন ৬১টি পুঞ্জি রয়েছে খাসিয়াদের।
৫ ঘণ্টা আগে২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর কাছ থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
৫ ঘণ্টা আগে