মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের স্টেডিয়ামে প্রায় বছরজুড়েই নানা ধরনের খেলাধুলার আয়োজন হতো। সেই প্রাণচাঞ্চল্যপূর্ণ ক্রীড়াঙ্গণ মাদারীপুর স্টেডিয়াম এখন রূপ নিয়েছে মাদকসেবী ও মাদক কারবারিদের নিরাপদ আস্তানায়। সন্ধ্যা হলেই স্টেডিয়ামে বসে মাদকসেবীদের আসর। গভীর রাত পর্যন্ত চলে মাদক বিক্রি ও সেবন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগসূত্রে জানা গেছে, একটা সময় মাদারীপুর স্টেডিয়ামে খেলাধুলা লেগেই থাকত। বেশ কয়েক মাস ধরে খেলাধুলা কমে যাওয়ায় স্টেডিয়াম ও তার আশপাশে এলাকা কিছুটা নীরব হয়ে গেছে। আর সেই সুযোগে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদক সেবনসহ কেনাবেচার কার্যক্রম। রাত যতই গভীর হয়, ততই বাড়ে মাদকসেবীদের উপস্থিতি। স্টেডিয়ামের বিভিন্ন কোণায় অন্ধকারে গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদক সেবনের দৃশ্য এখন যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যার পরে সাধারণ মানুষ ভয়ে স্টেডিয়াম এলাকায় যান না। মাদকসেবীদের জন্য নিজেদের সন্তানদের নিয়ে আতঙ্কের মধ্যে থাকেন স্থানীয় বাসিন্দারা। বেপরোয়া মাদকসেবীদের ভয়ে তাঁরা কোনো কিছু বলতে সাহস পান না। শহরের মধ্যে ও মাদারীপুর সদর মডেল থানার কাছে হওয়ার পরও মাদকসেবীদের দৌরাত্ম্যে সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক প্রবাসী বলেন, ‘আমরা শিশুদের নিয়ে মাঠে যেতে পারি না। ভয় হয়, কখন কী হয়ে যায়। স্টেডিয়াম এখন আর খেলার জায়গা নেই, হয়ে উঠেছে মাদকের হাট। তা ছাড়া এ ব্যাপারে কোনো প্রতিবাদ করলে মাদকসেবী ও মাদক কারবারিরা উল্টো হুমকি দেয়। তাই এখানকার কোনো বাসিন্দা এ নিয়ে কথা বলতে চান না।’ স্থানীয় কয়েকজন বলেন, ‘শহরের মধ্যে স্টেডিয়ামটি অবস্থিত। তা ছাড়া মাদারীপুর সদর মডেল থানাও কাছেই। তবুও কীভাবে এখানে সন্ধ্যা হলেই মাদকের আসর বসে, তা আমরা বুঝি না। সন্ধ্যার পর এখান দিয়ে হাঁটতেও ভয় লাগে। পুলিশ প্রশাসন যদি নিয়মিতভাবে এখানে অভিযান চালায়, আর মাদক কারবারি ও সেবনকারীদের ধরে নিয়ে জেলে দিত, তাহলে হয়তো এগুলো বন্ধ হতো।’
স্থানীয় অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, ‘প্রশাসন যদি এখনই ব্যবস্থা না নেয়, তাহলে পুরো যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। বারবার আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।’
মাদারীপুরের সচেতন নাগরিক মেহেদী হাসান বলেন, অবিলম্বে স্টেডিয়ামে পুলিশি টহল ও নিয়মিত নজরদারির ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, ‘স্টেডিয়ামটির কাছে পুরোনো বাসস্ট্যান্ড হওয়ায় এক শ্রেণির মানুষের সেখানে যাতায়াত আছে। পুলিশ প্রশাসন সব সময়ই ওখানে অভিযান চালাচ্ছে। বহুবার সেখানে অভিযান চালানো হয়েছে। একাধিক অভিযানের সময় বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। এ ব্যাপারে আমরা সব সময় কাজ করে যাচ্ছি। এ নিয়ে আরও জোরালোভাবে কাজ করা হবে, যাতে কেউ সেখানে এ ধরনের কোনো কর্মকাণ্ড করতে না পারে।’
মাদারীপুরের স্টেডিয়ামে প্রায় বছরজুড়েই নানা ধরনের খেলাধুলার আয়োজন হতো। সেই প্রাণচাঞ্চল্যপূর্ণ ক্রীড়াঙ্গণ মাদারীপুর স্টেডিয়াম এখন রূপ নিয়েছে মাদকসেবী ও মাদক কারবারিদের নিরাপদ আস্তানায়। সন্ধ্যা হলেই স্টেডিয়ামে বসে মাদকসেবীদের আসর। গভীর রাত পর্যন্ত চলে মাদক বিক্রি ও সেবন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগসূত্রে জানা গেছে, একটা সময় মাদারীপুর স্টেডিয়ামে খেলাধুলা লেগেই থাকত। বেশ কয়েক মাস ধরে খেলাধুলা কমে যাওয়ায় স্টেডিয়াম ও তার আশপাশে এলাকা কিছুটা নীরব হয়ে গেছে। আর সেই সুযোগে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদক সেবনসহ কেনাবেচার কার্যক্রম। রাত যতই গভীর হয়, ততই বাড়ে মাদকসেবীদের উপস্থিতি। স্টেডিয়ামের বিভিন্ন কোণায় অন্ধকারে গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদক সেবনের দৃশ্য এখন যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যার পরে সাধারণ মানুষ ভয়ে স্টেডিয়াম এলাকায় যান না। মাদকসেবীদের জন্য নিজেদের সন্তানদের নিয়ে আতঙ্কের মধ্যে থাকেন স্থানীয় বাসিন্দারা। বেপরোয়া মাদকসেবীদের ভয়ে তাঁরা কোনো কিছু বলতে সাহস পান না। শহরের মধ্যে ও মাদারীপুর সদর মডেল থানার কাছে হওয়ার পরও মাদকসেবীদের দৌরাত্ম্যে সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক প্রবাসী বলেন, ‘আমরা শিশুদের নিয়ে মাঠে যেতে পারি না। ভয় হয়, কখন কী হয়ে যায়। স্টেডিয়াম এখন আর খেলার জায়গা নেই, হয়ে উঠেছে মাদকের হাট। তা ছাড়া এ ব্যাপারে কোনো প্রতিবাদ করলে মাদকসেবী ও মাদক কারবারিরা উল্টো হুমকি দেয়। তাই এখানকার কোনো বাসিন্দা এ নিয়ে কথা বলতে চান না।’ স্থানীয় কয়েকজন বলেন, ‘শহরের মধ্যে স্টেডিয়ামটি অবস্থিত। তা ছাড়া মাদারীপুর সদর মডেল থানাও কাছেই। তবুও কীভাবে এখানে সন্ধ্যা হলেই মাদকের আসর বসে, তা আমরা বুঝি না। সন্ধ্যার পর এখান দিয়ে হাঁটতেও ভয় লাগে। পুলিশ প্রশাসন যদি নিয়মিতভাবে এখানে অভিযান চালায়, আর মাদক কারবারি ও সেবনকারীদের ধরে নিয়ে জেলে দিত, তাহলে হয়তো এগুলো বন্ধ হতো।’
স্থানীয় অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, ‘প্রশাসন যদি এখনই ব্যবস্থা না নেয়, তাহলে পুরো যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। বারবার আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।’
মাদারীপুরের সচেতন নাগরিক মেহেদী হাসান বলেন, অবিলম্বে স্টেডিয়ামে পুলিশি টহল ও নিয়মিত নজরদারির ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, ‘স্টেডিয়ামটির কাছে পুরোনো বাসস্ট্যান্ড হওয়ায় এক শ্রেণির মানুষের সেখানে যাতায়াত আছে। পুলিশ প্রশাসন সব সময়ই ওখানে অভিযান চালাচ্ছে। বহুবার সেখানে অভিযান চালানো হয়েছে। একাধিক অভিযানের সময় বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। এ ব্যাপারে আমরা সব সময় কাজ করে যাচ্ছি। এ নিয়ে আরও জোরালোভাবে কাজ করা হবে, যাতে কেউ সেখানে এ ধরনের কোনো কর্মকাণ্ড করতে না পারে।’
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
১ ঘণ্টা আগেএকপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
১ ঘণ্টা আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
২ ঘণ্টা আগে