রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী বাস ও কাঁচামাল ভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরেকজনসহ মোট দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বাবনাতলায় এই দুর্ঘটনা ঘটে।
আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আলম শেখ নামে এক আহত ব্যক্তি মারা যান। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও একজন।
নিহতরা হলেন, রাজৈর উপজেলার বৌলগ্রামের নুরু মিয়ার ছেলে আবু সাইদ মিয়া (২২) এবং নড়াইল জেলার কালিয়া থানার আমজেদ শেখের ছেলে আলম শেখ (৪৫)। চিকিৎসাধীন আহত ব্যক্তি হলেন উপজেলার বাবুল মিয়ার ছেলে পিকআপ চালক আবু মুছা (২৫)।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, ঢাকাগামী যাত্রীবাহী সৌদিয়া পরিবহন ও বরিশালগামী একটি কাঁচামাল (বেগুন) বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা তিনজন গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় আবু সাইদ মিয়া মারা যান।
অন্যদিকে রাতেই ঘটনাস্থল থেকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান আলম শেখ (৪৫) বলে জানান এসআই।
মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী বাস ও কাঁচামাল ভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরেকজনসহ মোট দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বাবনাতলায় এই দুর্ঘটনা ঘটে।
আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আলম শেখ নামে এক আহত ব্যক্তি মারা যান। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও একজন।
নিহতরা হলেন, রাজৈর উপজেলার বৌলগ্রামের নুরু মিয়ার ছেলে আবু সাইদ মিয়া (২২) এবং নড়াইল জেলার কালিয়া থানার আমজেদ শেখের ছেলে আলম শেখ (৪৫)। চিকিৎসাধীন আহত ব্যক্তি হলেন উপজেলার বাবুল মিয়ার ছেলে পিকআপ চালক আবু মুছা (২৫)।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, ঢাকাগামী যাত্রীবাহী সৌদিয়া পরিবহন ও বরিশালগামী একটি কাঁচামাল (বেগুন) বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা তিনজন গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় আবু সাইদ মিয়া মারা যান।
অন্যদিকে রাতেই ঘটনাস্থল থেকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান আলম শেখ (৪৫) বলে জানান এসআই।
টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই অ্যান্টিভেনম। অথচ সেখানে প্রতি মাসে গড়ে ৩০ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিতে আসে। গত ৮ মাসে (জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত) ২৪০ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিতে এসেছে। এদের মধ্যে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে২২ সেপ্টেম্বর থেকে নগরীতে কোনো অবৈধ যানবাহন চলাচল করবে না ও অবৈধ স্ট্যান্ড থাকবে না বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মহানগর পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৪৪ মিনিট আগেচাঁদপুর শহরের পৌর কবরস্থানে দাফনের জন্য নবজাতককে রেখে যাওয়া ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে১৮৯২ সালে মহারাজ সূর্যকান্ত আচার্য্য ভারতের হুগলি থেকে ময়মনসিংহে বিশুদ্ধ পানির কল নিয়ে আসেন। তখনই প্রথম ইংল্যান্ডের তৈরি কল দিয়ে ময়মনসিংহে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়। স্থাপন করা হয় বিশুদ্ধ পানির কল।
২ ঘণ্টা আগে