মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে এক পথচারী গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে শহরের ইটেরপুল এলাকায় ছাত্রলীগ নেতা সজীব সরদার ও সুমন কাজী গ্রুপে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাঁরা দুজন সাবেক মন্ত্রী শাজাহান খান ও বাহাউদ্দিন নাছিমের সমর্থক।
গুলিবিদ্ধ সোহাগ তালুকদার (৩০) মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকার দেলোয়ার তালুকদারের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইকচালক। এ ঘটনায় রাজীব নামের পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দেহরক্ষী।
পুলিশসহ একাধিক সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুরে আগের একটি মামলার কাজে মাদারীপুর আদালত প্রাঙ্গণে যান ছাত্রলীগ নেতা সজীব সরদার ও আরেক ছাত্রলীগ নেতা সুমন কাজীর গ্রুপের লোকজন। এ সময় দুই পক্ষে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে শহরের ইটেরপুল এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে বেশ কয়েকটি হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পথচারী ইজিবাইকচালক সোহাগ তালুকদার গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হন। তাঁদের মাদারীপুরের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত সোহাগ তালুকদারের স্ত্রী মাকসুদা বেগম বলেন, ‘আমার ছেলেকে স্কুল থেকে আনতে আমার স্বামী বাসা থেকে বের হন। এ সময় তিনি সংঘর্ষের মধ্যে পড়ে যান। পরে গুলিতে তিনি আহত হন। আমি এই ঘটনার বিচার চাই।’
নাম প্রকাশ করার শর্তে প্রত্যক্ষদর্শী এক দোকানি বলেন, ‘দুই পক্ষে বোমা ফাটিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভয়ে দোকান বন্ধ করে রাখি। তাদের হাতে বড় বড় অস্ত্র ছিল।’
মাদারীপুরের ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ মাহমুদ বলেন, হাসপাতালে আহত হয়ে কয়েকজন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে এক পুলিশ সদস্য ও এক ইজিবাইক চালকও রয়েছেন। ইজিবাইকচালকের মাথায় গুলি আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে চেষ্টা করেও সজীব সরদার ও সুমন কাজীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আধিপত্যের জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে সাত-আটজন আহত হয়েছে। তাঁদের মধ্যে এক পুলিশ সদস্যও রয়েছেন। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
অভিযুক্ত সজীব সরদার মাদারীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী।
তা ছাড়া সুমন কাজী জেলা ছাত্রলীগের সহসভাপতি। তিনি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সমর্থক।
মাদারীপুরে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে এক পথচারী গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে শহরের ইটেরপুল এলাকায় ছাত্রলীগ নেতা সজীব সরদার ও সুমন কাজী গ্রুপে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাঁরা দুজন সাবেক মন্ত্রী শাজাহান খান ও বাহাউদ্দিন নাছিমের সমর্থক।
গুলিবিদ্ধ সোহাগ তালুকদার (৩০) মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকার দেলোয়ার তালুকদারের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইকচালক। এ ঘটনায় রাজীব নামের পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দেহরক্ষী।
পুলিশসহ একাধিক সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুরে আগের একটি মামলার কাজে মাদারীপুর আদালত প্রাঙ্গণে যান ছাত্রলীগ নেতা সজীব সরদার ও আরেক ছাত্রলীগ নেতা সুমন কাজীর গ্রুপের লোকজন। এ সময় দুই পক্ষে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে শহরের ইটেরপুল এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে বেশ কয়েকটি হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পথচারী ইজিবাইকচালক সোহাগ তালুকদার গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হন। তাঁদের মাদারীপুরের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত সোহাগ তালুকদারের স্ত্রী মাকসুদা বেগম বলেন, ‘আমার ছেলেকে স্কুল থেকে আনতে আমার স্বামী বাসা থেকে বের হন। এ সময় তিনি সংঘর্ষের মধ্যে পড়ে যান। পরে গুলিতে তিনি আহত হন। আমি এই ঘটনার বিচার চাই।’
নাম প্রকাশ করার শর্তে প্রত্যক্ষদর্শী এক দোকানি বলেন, ‘দুই পক্ষে বোমা ফাটিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভয়ে দোকান বন্ধ করে রাখি। তাদের হাতে বড় বড় অস্ত্র ছিল।’
মাদারীপুরের ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ মাহমুদ বলেন, হাসপাতালে আহত হয়ে কয়েকজন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে এক পুলিশ সদস্য ও এক ইজিবাইক চালকও রয়েছেন। ইজিবাইকচালকের মাথায় গুলি আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে চেষ্টা করেও সজীব সরদার ও সুমন কাজীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আধিপত্যের জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে সাত-আটজন আহত হয়েছে। তাঁদের মধ্যে এক পুলিশ সদস্যও রয়েছেন। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
অভিযুক্ত সজীব সরদার মাদারীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী।
তা ছাড়া সুমন কাজী জেলা ছাত্রলীগের সহসভাপতি। তিনি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সমর্থক।
প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে আমরণ অনশন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই নারী শিক্ষার্থীসহ ৯ জন। অধিকার সচেতন শিক্ষার্থীদের ব্যানারে বাম সংগঠন ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী এ কর্মসূচি পালন করছেন।
৩৮ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে আটকের কয়েক ঘণ্টা পর পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। এর আগে বেলা সাড়ে ৩টার দিকে চোর সন্দেহে টঙ্গীর বড় দেওড়া এলাকা থেকে স্থানীয় লোকজন তাঁকে আটক করে টঙ্গী পশ্চিম থানায় পুলিশের কাছে সোপর্দ করেন...
৪২ মিনিট আগেরাজধানীর খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে মো. রিফাত (২০) নামে এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে খিলগাঁও থানাধীন জোড় পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেল সাড়ে
১ ঘণ্টা আগেবিয়ানীবাজারে আন্তক্লাস সাঁতার প্রতিযোগিতায় মাজেদুর রহমান সাহেদ (১৩) নামের এক শিক্ষার্থী পানিতে তলিয়ে গেছে। আজ বৃহস্পতিবার বিয়ানীবাজার পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চবিদ্যালয়সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে