লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনে লালমনিরহাট-বুড়িমারী পথে করতোয়া এক্সপ্রেস ট্রেন আটকে অবরোধ করেন তাঁরা। এতে রেলপথটিতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, আন্তনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস শুরু থেকে লালমনিরহাট-ঢাকা যাতায়ত করছে। পরবর্তী সময়ে জেলাবাসীর আন্দোলনের ফলে এ ট্রেনটি বুড়িমারী স্টেশন থেকে ঢাকা যাতায়াতের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের সিদ্ধান্ত মোতাবেক ১৫ ফেব্রুয়ারি থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে ঢাকা এবং ঢাকা থেকে বুড়িমারী যাতায়াত করার ঘোষণা দিলেও তা পরবর্তী সময়ে স্থগিত করা হয়। ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে অনলাইনে আগাম টিকিটও বিক্রি শুরু করে রেল বিভাগ।
বিগত দিনের সিদ্ধান্ত মোতাবেক কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশনেও টিকিট বিক্রি করা হয়। কিন্তু রেল বিভাগ হঠাৎ তুষভান্ডার স্টেশনে টিকিট বিক্রি ও যাত্রাবিরতি বন্ধ ঘোষণা করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) অবরোধ চলছিল।
অবরোধকারীদের মধ্যে সুজন, সাজুসহ স্থানীয়রা বলেন, ‘বহু প্রতীক্ষার পর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন পেয়েছি আমরা। তারা টিকিটও বিক্রি শুরু করেছে। এরই মধ্যে হঠাৎ যাত্রাবিরতি বাতিলের চিঠি পাঠায় রেলভবন, যা তাদের হটকারী এক সিদ্ধান্ত। গত সপ্তাহে আমাদের আশা দিয়েছিলেন। কিন্তু তাঁরা কোনো সিদ্ধান্ত না নেওয়ায় আবার আমরা অবরোধ করেছি। আশানুরূপ ফলাফল না পেলে আমাদের অবরোধ চলবে।’
তুষভান্ডার রেলস্টেশনের ইনচার্জ আশরাফুজ্জামান আপেল বলেন, ‘১২ ফেব্রুয়ারি একই কারণে স্থানীয়রা অবরোধ করেছিলেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছিলেন। ওই ঘটনার আগে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করা হয়েছে। আশ্বাসের কোনো রকম পদক্ষেপ না পাওয়ায় স্থানীয়রা আবার রেললাইনে বসে অবরোধ করছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি। তাঁরাই সিদ্ধান্ত নেবেন, এখানে স্টপেজ দেওয়া সম্ভব কি না।’
লালমনিরহাটের কালীগঞ্জে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনে লালমনিরহাট-বুড়িমারী পথে করতোয়া এক্সপ্রেস ট্রেন আটকে অবরোধ করেন তাঁরা। এতে রেলপথটিতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, আন্তনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস শুরু থেকে লালমনিরহাট-ঢাকা যাতায়ত করছে। পরবর্তী সময়ে জেলাবাসীর আন্দোলনের ফলে এ ট্রেনটি বুড়িমারী স্টেশন থেকে ঢাকা যাতায়াতের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের সিদ্ধান্ত মোতাবেক ১৫ ফেব্রুয়ারি থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে ঢাকা এবং ঢাকা থেকে বুড়িমারী যাতায়াত করার ঘোষণা দিলেও তা পরবর্তী সময়ে স্থগিত করা হয়। ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে অনলাইনে আগাম টিকিটও বিক্রি শুরু করে রেল বিভাগ।
বিগত দিনের সিদ্ধান্ত মোতাবেক কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশনেও টিকিট বিক্রি করা হয়। কিন্তু রেল বিভাগ হঠাৎ তুষভান্ডার স্টেশনে টিকিট বিক্রি ও যাত্রাবিরতি বন্ধ ঘোষণা করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) অবরোধ চলছিল।
অবরোধকারীদের মধ্যে সুজন, সাজুসহ স্থানীয়রা বলেন, ‘বহু প্রতীক্ষার পর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন পেয়েছি আমরা। তারা টিকিটও বিক্রি শুরু করেছে। এরই মধ্যে হঠাৎ যাত্রাবিরতি বাতিলের চিঠি পাঠায় রেলভবন, যা তাদের হটকারী এক সিদ্ধান্ত। গত সপ্তাহে আমাদের আশা দিয়েছিলেন। কিন্তু তাঁরা কোনো সিদ্ধান্ত না নেওয়ায় আবার আমরা অবরোধ করেছি। আশানুরূপ ফলাফল না পেলে আমাদের অবরোধ চলবে।’
তুষভান্ডার রেলস্টেশনের ইনচার্জ আশরাফুজ্জামান আপেল বলেন, ‘১২ ফেব্রুয়ারি একই কারণে স্থানীয়রা অবরোধ করেছিলেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছিলেন। ওই ঘটনার আগে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করা হয়েছে। আশ্বাসের কোনো রকম পদক্ষেপ না পাওয়ায় স্থানীয়রা আবার রেললাইনে বসে অবরোধ করছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি। তাঁরাই সিদ্ধান্ত নেবেন, এখানে স্টপেজ দেওয়া সম্ভব কি না।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক কাজী এনাম আহমেদকে যশোর ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার ক্রীড়া সংগঠকেরা। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত যশোর শামসুল হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন গ্যালারির নিচে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
২৯ মিনিট আগেফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। আজ বুধবার বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শামসুল আজম।
১ ঘণ্টা আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সীমান্তে ঘাস কাটতে যাওয়া রবিনাশ নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্তের মেইন পিলার ৯৫-এর কাছে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে আশরাফ আলী (৫৫) নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল
১ ঘণ্টা আগে