লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে রায়পুরের খাসেরহাট এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দলের নেতা সাইজ উদ্দিন নিহতের ঘটনার তিন দিন পর হত্যা মামলা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাঁর ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় দলের ১৬ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
থানা সূত্রে জানা গেছে, মামলায় সাবেক বিএনপি নেতা ফারুক কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৬০ জনকে আসামি করা হয়। তবে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে সংঘর্ষ ও একজন নিহতের ঘটনা পর থেকে উভয় পক্ষের পরিবারগুলোর পুরুষ সদস্যরা গ্রেপ্তার থেকে এড়াতে বাড়িছাড়া রয়েছেন বলে জানা গেছে। ঘটনার তিন দিন পার হলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।’
এদিকে সংঘর্ষ ও কর্মী নিহতের ঘটনায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও প্রধান অভিযুক্ত শামীম গাজী, ২ নম্বর চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক আহাম্মদ তারেকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. সালেহ আহম্মদ ও সদস্যসচিব শফিকুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বুধবার রাতে বিএনপিসহ দলের সহযোগী সংগঠনের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সালেহ আহম্মদ।
দীর্ঘদিন ধরে রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামীম গাজী পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের পাশাপাশি মাছঘাট, মেঘনার চর, কাঁচাবাজার নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে গত সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত তাঁদের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় স্পেন প্রবাসী বিএনপি কর্মী সাইজ উদ্দিন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। এর জেরে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। লুট করা হয় ঘরের বিভিন্ন জিনিসপত্র। এই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শামীম গাজী ও ফারুক কবিরাজ একে অপরের সমর্থদের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন।
লক্ষ্মীপুরে রায়পুরের খাসেরহাট এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দলের নেতা সাইজ উদ্দিন নিহতের ঘটনার তিন দিন পর হত্যা মামলা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাঁর ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় দলের ১৬ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
থানা সূত্রে জানা গেছে, মামলায় সাবেক বিএনপি নেতা ফারুক কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৬০ জনকে আসামি করা হয়। তবে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে সংঘর্ষ ও একজন নিহতের ঘটনা পর থেকে উভয় পক্ষের পরিবারগুলোর পুরুষ সদস্যরা গ্রেপ্তার থেকে এড়াতে বাড়িছাড়া রয়েছেন বলে জানা গেছে। ঘটনার তিন দিন পার হলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।’
এদিকে সংঘর্ষ ও কর্মী নিহতের ঘটনায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও প্রধান অভিযুক্ত শামীম গাজী, ২ নম্বর চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক আহাম্মদ তারেকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. সালেহ আহম্মদ ও সদস্যসচিব শফিকুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বুধবার রাতে বিএনপিসহ দলের সহযোগী সংগঠনের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সালেহ আহম্মদ।
দীর্ঘদিন ধরে রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামীম গাজী পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের পাশাপাশি মাছঘাট, মেঘনার চর, কাঁচাবাজার নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে গত সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত তাঁদের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় স্পেন প্রবাসী বিএনপি কর্মী সাইজ উদ্দিন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। এর জেরে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। লুট করা হয় ঘরের বিভিন্ন জিনিসপত্র। এই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শামীম গাজী ও ফারুক কবিরাজ একে অপরের সমর্থদের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন।
ডোমার উপজেলার বোড়াগাড়ি থেকে ডিমলার বাবুরহাট পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়কের দুর্দশা চোখে পড়ার মতো। চার বছর আগে এই সড়কের সংস্কার কাজ শুরু হলেও সেটি মাঝপথে বন্ধ হয়ে যায়। রাস্তা খোঁড়া হলেও পরে কাজ আর এগোয়নি। ইটের খোয়া মাটির সঙ্গে মিশে গিয়ে এখন পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।
৬ মিনিট আগেমানববন্ধনে বক্তারা বলেন, খনি এলাকায় বসবাসকারী মানুষ সবসময় আতঙ্কে থাকেন। রাতে কম্পনের কারণে শান্তিতে ঘুমাতে পারেন না এবং প্রতি মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করেন। তারা আরও বলেন, এই বিষয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করেও কোনো প্রতিকার মিলছে না। যদি খনি কর্তৃপক্ষ তাদের দাবিগুলো বাস্তবায়নে পদক্ষেপ না নেয়...
৯ মিনিট আগেবৃষ্টির কারণে জলাবদ্ধতায় নোয়াখালীর ৯টি উপজেলার ২৯টি সড়কের প্রায় ৪০০ কিলোমিটারের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের কোথাও পিচ ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও আবার খানাখন্দে পানি জমে আছে। এসব পথে যাত্রী ও চালকেরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। এতে দুর্ঘটনাও ঘটছে। চলতি বছরে মে থেকে আগস্ট পর্যন্ত...
৪ ঘণ্টা আগেউজানের ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। এতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে। গতকাল বুধবার প্রায় ৮০০ মিটার দীর্ঘ এই বাঁধের অন্তত ৭০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে হুমকিতে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু এবং রংপুর-লালমনিরহাট সড়ক।
৪ ঘণ্টা আগে