কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
যুবলীগ ও ছাত্রলীগের মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন রাজুর বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ উত্তর বাজারে এই ঘটনা ঘটে।
হামলার ঘটনায় হাসপাতালে ৯ জন চিকিৎসা নিলেও ১৫ জন আহত হওয়ার দাবি করেছেন কমলনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন রশিদ চৌধুরী। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জন্টু দাশ জানান, ঘটনার পরে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
হাসপাতালে ভর্তি আহতরা হলেন কমলনগর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজু ও সাহেবেরহাট ইউনিয়ন ছাত্রলীগের নেতা মো. শরীফ।
হারুন রশিদ চৌধুরী জানান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন ইমামকে গুলি করে হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আহ্বান করে কমলনগর উপজেলা ছাত্রলীগ। দুপুর সাড়ে ১২টার দিকে তোরাবগঞ্জ উত্তর বাজার এলাকায় নেতা-কর্মীরা মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন।
সাবেক চেয়ারম্যান আশরাফের নেতৃত্ব মোটরসাইকেল আরোহী একদল লোক এসে মানববন্ধনে অংশ নেওয়া নেতা-কর্মীদের রাস্তা ছেড়ে যেতে বলেন। এ নিয়ে হট্টগোল হলে মানববন্ধনকারীদের ওপর হামলা চালান আশারাফের লোকজন। এতে ছাত্রলীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের ১৫ জন আহত হন বলে দাবি হারুন রশিদ চৌধুরীর।
অভিযোগের বিষয়ে জানতে আশরাফ উদ্দিন রাজন রাজুর মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তোরাবগঞ্জ বাজারের স্থানীয় লোকজন জানান, ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে সাবেক চেয়ারম্যান আশরাফের লোকজনের হাতাহাতির ঘটনা ঘটেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, ‘তোরাবগঞ্জ বাজারে সংঘর্ষের খবর পেয়েছি। বিষয়টি পুরোপুরি জেনে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয় বলে জানান কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় এনেছে। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
যুবলীগ ও ছাত্রলীগের মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন রাজুর বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ উত্তর বাজারে এই ঘটনা ঘটে।
হামলার ঘটনায় হাসপাতালে ৯ জন চিকিৎসা নিলেও ১৫ জন আহত হওয়ার দাবি করেছেন কমলনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন রশিদ চৌধুরী। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জন্টু দাশ জানান, ঘটনার পরে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
হাসপাতালে ভর্তি আহতরা হলেন কমলনগর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজু ও সাহেবেরহাট ইউনিয়ন ছাত্রলীগের নেতা মো. শরীফ।
হারুন রশিদ চৌধুরী জানান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন ইমামকে গুলি করে হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আহ্বান করে কমলনগর উপজেলা ছাত্রলীগ। দুপুর সাড়ে ১২টার দিকে তোরাবগঞ্জ উত্তর বাজার এলাকায় নেতা-কর্মীরা মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন।
সাবেক চেয়ারম্যান আশরাফের নেতৃত্ব মোটরসাইকেল আরোহী একদল লোক এসে মানববন্ধনে অংশ নেওয়া নেতা-কর্মীদের রাস্তা ছেড়ে যেতে বলেন। এ নিয়ে হট্টগোল হলে মানববন্ধনকারীদের ওপর হামলা চালান আশারাফের লোকজন। এতে ছাত্রলীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের ১৫ জন আহত হন বলে দাবি হারুন রশিদ চৌধুরীর।
অভিযোগের বিষয়ে জানতে আশরাফ উদ্দিন রাজন রাজুর মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তোরাবগঞ্জ বাজারের স্থানীয় লোকজন জানান, ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে সাবেক চেয়ারম্যান আশরাফের লোকজনের হাতাহাতির ঘটনা ঘটেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, ‘তোরাবগঞ্জ বাজারে সংঘর্ষের খবর পেয়েছি। বিষয়টি পুরোপুরি জেনে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয় বলে জানান কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় এনেছে। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রবাসী ও ওমরাসহ ব্যাপক যাত্রী চাহিদা থাকলেও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে আরও একটি ফ্লাইট কমে গেছে। চট্টগ্রাম-জেদ্দা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে আর চলছে না। বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ চট্টগ্রামের ব্যবস্থাপক
৩৪ মিনিট আগেমিথ্যা তথ্য দিয়ে পূর্বাচল আবাসিক প্রকল্পে ১০ কাঠার প্লট নেওয়ার ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ...
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন সামনে রেখে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে প্যানেল ঘোষণা করেছে সাবেক সমন্বয়ক ও শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার এ প্যানেলের ঘোষণা দেন।
১ ঘণ্টা আগেবাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা কর্মসূচির অংশ হিসেবে ফকিরহাট উপজেলায় ৪৮ ঘন্টা হরতাল চলছে। আজ বুধবার সকালে ফলতিতা মৎস্য আড়ৎ বন্ধ করে দিয়েছে হরতাল সমর্থনকারীরা। এছাড়াও সব দোকান-পাট বন্ধ ও মোড়ে মোড়ে সড়ক অবরোধ করছেন তারা।
১ ঘণ্টা আগে