Ajker Patrika

হরতালে ইবিতে পুলিশ প্রহরায় ক্লাস-পরীক্ষা 

ইবি প্রতিনিধি
হরতালে ইবিতে পুলিশ প্রহরায় ক্লাস-পরীক্ষা 

হরতালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পুলিশ প্রহরায় ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিভিন্ন বিভাগের এ ক্লাস–পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

সকাল সোয়া ৮টায় পুলিশি নিরাপত্তা বলয়ের মধ্যে কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে শিক্ষক-শিক্ষার্থীদের বাস ছেড়ে আসে। আবার বেলা ৪টায় ক্লাস-পরীক্ষা শেষে একই কায়দায় ক্যাম্পাস থেকে বাসগুলো ছেড়ে যায়। 

এ ছাড়া নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের প্রধান ফটক ও প্রশাসন ভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অতিরিক্ত পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদেরও দেখা যায়। 

এর আগে গতকাল শনিবার বিরোধী দলগুলোর হরতালের কর্মসূচি ঘোষণার পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কর্তৃপক্ষ। রাতে পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি চলবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। 

এ দিকে বিশ্ববিদ্যালয়ে বিরোধী ছাত্র সংগঠনগুলো হরতাল সমর্থিত কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি। তবে, ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করেছে। 

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পার্শ্ববর্তী শেখপাড়া বাজার অতিক্রম করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমাদের সর্বোচ্চ সহায়তা করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় মার্কিন শান্তি প্রস্তাবে আরব-ইউরোপসহ সবাই একমত, কী আছে ট্রাম্পের ২০ দফায়

ছাত্রলীগ নেতার নেতৃত্বে হামলা, ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

গান গাওয়া ও শোনা নিষিদ্ধের দাবিও উঠবে

পুলিশের জালে জালিয়াতির মামলায় ফাঁসলেন ‘সম্পদের দেবী’, উদ্ধার ৬১ হাজার বিটকয়েন

এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর: ড. ইউনূস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত