Ajker Patrika

নিখোঁজের ২৩ দিন পর কুষ্টিয়ার ব্যবসায়ীকে বরিশাল থেকে উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
নিখোঁজের ২৩ দিন পর কুষ্টিয়ার ব্যবসায়ীকে বরিশাল থেকে উদ্ধার

কুষ্টিয়ার ত্রিমোহনী বারখাদা এলাকার চাল ব্যবসায়ী শরিফুল ইসলাম ফাইমকে নিখোঁজের ২৩ দিন পর বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে বরিশাল বাস টামিনাল এলাকার বিআরটিসি বাস কাউন্টার থেকে তাঁকে উদ্ধার করা হয়। 

এর আগে গত ২৭ এপ্রিলে বিকেলে চাল কেনার জন্য খাজানগর মোকামের উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের একদিন পর তাঁর মোটরসাইকেল, মোবাইল ও চশমা কুষ্টিয়ার মিরপুরে কামারপাড়া ভারল মাঠ সংলগ্ন ভুট্টা খেতের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন বলেন, চাল ব্যবসায়ী নিখোঁজ হলে তার স্ত্রী রেজিয়া খাতুন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অপহরণ মামলা করেন। মামলার তদন্ত চলাকালীন তাঁকে বরিশাল থেকে উদ্ধার করা হয়। তবে কি কারণে তিনি নিখোঁজ ছিলেন এ বিষয়ে জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের জানাজায় মানুষের ঢল

খুব কষ্ট পেলাম! লাশের হাতে হ্যান্ডকাফ— সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের মৃত্যু প্রসঙ্গে মান্না

গাজায় মার্কিন শান্তি প্রস্তাবে আরব-ইউরোপসহ সবাই একমত, কী আছে ট্রাম্পের ২০ দফায়

ছাত্রলীগ নেতার নেতৃত্বে হামলা, ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

পুলিশের জালে জালিয়াতির মামলায় ফাঁসলেন ‘সম্পদের দেবী’, উদ্ধার ৬১ হাজার বিটকয়েন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত