কুষ্টিয়া প্রতিনিধি
অস্ত্রের মুখে কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ নেতার খামার থেকে সাতটি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার ব্যাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
খামারের মালিক সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আক্তারুজ্জামান মিঠু। তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের খালাতো ভাইয়ের ছেলে। গত ৫ আগস্ট সরকার পতনের পর গ্রেপ্তার আতঙ্কে সপ্তাহ দু-এক আগে তিনি গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ এই প্রতিবেদকের হাতে এসেছে। এতে দেখা যায়, সংঘবদ্ধ দলটি খামারের সামনে রাখা ট্রাকে গরুগুলোকে তুলতে ব্যস্ত থাকতে দেখা গেছে। এ সময় নিচে থাকা চারজন একে অপরের সঙ্গে কথা বলছিলেন। আর কয়েকজনকে ট্রাকের ওপরে দেখা গেছে। নিচে যারা ছিল তাদের কয়েকজনের মাথায় গামছা ও পরনে হাফপ্যান্ট ছিল। তাদের ভেতর একজন বাদে বাকি সবাই খালি গায়ে ছিল।
খামারের দায়িত্বে থাকা ষাটোর্ধ্ব মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘রাত আনুমানিক ৩টার দিকে ৮ থেকে ১০ জন লোক খামারের ভেতর প্রবেশ করে। কিছু বলার আগেই তারা অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের হাত, পা ও চোখ বেঁধে ফেলে। তাদের একজনকে ফোনে খামারের সামনে ট্রাক আনার বলার কথা শুনতে পাই।’
‘এরপর ট্রাকে গরুগুলো তুলে নিয়ে চলে যাওয়ার সময় আমার মোবাইল ফোনটাও নিয়ে যায় তারা। পরে হাত-পা খুলে খোঁজ নিয়ে দেখলাম, খামারে সাতটি গরু নেই। তখন দৌড়ে বাড়ি গিয়ে ছেলের কাছে কয়টা বাজে জিজ্ঞাসা করলে সে জানায়, ভোর ৪টা। এক ঘণ্টার ভেতর সংঘবদ্ধ দলটি গরুগুলো নিয়ে চলে যায়। দুই যুগ ধরে এই খামারে কাজ করছি।’ তবে যারা এসেছিল তাদের কাউকে চিনতে পারেন নাই বলে জানান মোস্তফা।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ভোররাতে সাতটি গরু খুলে নিয়ে গেছে এমন সংবাদ পেয়েছি। অপরাধীদের আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ। কোন ক্লু না পাওয়া পর্যন্ত কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না।’
অস্ত্রের মুখে কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ নেতার খামার থেকে সাতটি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার ব্যাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
খামারের মালিক সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আক্তারুজ্জামান মিঠু। তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের খালাতো ভাইয়ের ছেলে। গত ৫ আগস্ট সরকার পতনের পর গ্রেপ্তার আতঙ্কে সপ্তাহ দু-এক আগে তিনি গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ এই প্রতিবেদকের হাতে এসেছে। এতে দেখা যায়, সংঘবদ্ধ দলটি খামারের সামনে রাখা ট্রাকে গরুগুলোকে তুলতে ব্যস্ত থাকতে দেখা গেছে। এ সময় নিচে থাকা চারজন একে অপরের সঙ্গে কথা বলছিলেন। আর কয়েকজনকে ট্রাকের ওপরে দেখা গেছে। নিচে যারা ছিল তাদের কয়েকজনের মাথায় গামছা ও পরনে হাফপ্যান্ট ছিল। তাদের ভেতর একজন বাদে বাকি সবাই খালি গায়ে ছিল।
খামারের দায়িত্বে থাকা ষাটোর্ধ্ব মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘রাত আনুমানিক ৩টার দিকে ৮ থেকে ১০ জন লোক খামারের ভেতর প্রবেশ করে। কিছু বলার আগেই তারা অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের হাত, পা ও চোখ বেঁধে ফেলে। তাদের একজনকে ফোনে খামারের সামনে ট্রাক আনার বলার কথা শুনতে পাই।’
‘এরপর ট্রাকে গরুগুলো তুলে নিয়ে চলে যাওয়ার সময় আমার মোবাইল ফোনটাও নিয়ে যায় তারা। পরে হাত-পা খুলে খোঁজ নিয়ে দেখলাম, খামারে সাতটি গরু নেই। তখন দৌড়ে বাড়ি গিয়ে ছেলের কাছে কয়টা বাজে জিজ্ঞাসা করলে সে জানায়, ভোর ৪টা। এক ঘণ্টার ভেতর সংঘবদ্ধ দলটি গরুগুলো নিয়ে চলে যায়। দুই যুগ ধরে এই খামারে কাজ করছি।’ তবে যারা এসেছিল তাদের কাউকে চিনতে পারেন নাই বলে জানান মোস্তফা।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ভোররাতে সাতটি গরু খুলে নিয়ে গেছে এমন সংবাদ পেয়েছি। অপরাধীদের আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ। কোন ক্লু না পাওয়া পর্যন্ত কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না।’
মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
২৮ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৩২ মিনিট আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৩৩ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
২ ঘণ্টা আগে