কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় সৎভাইকে কুপিয়ে হত্যার দায়ে মিলন হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মিলন হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর কান্দিপাড়া গ্রামের নান্দু মণ্ডলের ছেলে।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুরে জামালপুর কান্দিপাড়া গ্রামের মিলন হোসেনের (২৮) সঙ্গে জমি নিয়ে সৎভাই ফামিদ হোসেনের বিরোধ চলে আসছিল। এই জেরে ২০২১ সালের ১১ এপ্রিল সৎভাই ফামিদ সকালে বাড়ির পাশের চায়ের দোকানে চা খাওয়ার সময় মিলন হোসেন তাঁর হাতে থাকা গোশত কাটা দাড়াশী দিয়ে পেছন থেকে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় পরের দিন নিহতের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে মিলন হোসেনকে অভিযুক্ত করে ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। পরে দীর্ঘ শুনানি শেষে মামলার নয়জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আসামি মিলন হোসেনকে মৃত্যুদণ্ড দেন আদালত।
কুষ্টিয়ায় সৎভাইকে কুপিয়ে হত্যার দায়ে মিলন হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মিলন হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর কান্দিপাড়া গ্রামের নান্দু মণ্ডলের ছেলে।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুরে জামালপুর কান্দিপাড়া গ্রামের মিলন হোসেনের (২৮) সঙ্গে জমি নিয়ে সৎভাই ফামিদ হোসেনের বিরোধ চলে আসছিল। এই জেরে ২০২১ সালের ১১ এপ্রিল সৎভাই ফামিদ সকালে বাড়ির পাশের চায়ের দোকানে চা খাওয়ার সময় মিলন হোসেন তাঁর হাতে থাকা গোশত কাটা দাড়াশী দিয়ে পেছন থেকে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় পরের দিন নিহতের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে মিলন হোসেনকে অভিযুক্ত করে ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। পরে দীর্ঘ শুনানি শেষে মামলার নয়জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আসামি মিলন হোসেনকে মৃত্যুদণ্ড দেন আদালত।
সুন্দরবনে কুমিরের আক্রমণে সুব্রত মণ্ডল (৩২) নামের এক জেলের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খালে এই ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টা পর্যন্ত তাঁর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
১৫ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ‘সামাজিক সম্প্রীতি ও ঐক্য বিনষ্ট করতে বর্তমানে নানামুখী ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’
১৯ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীতে একটি আবাসিক হোটেল থেকে স্ত্রীসহ এক ভুয়া সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গাপূজা উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় একটি বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগেকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনারের একটি নির্দেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ কমিশনারের স্বাক্ষরযুক্ত ওই অফিস আদেশে লেখা রয়েছে, ‘আওয়ামী লীগের লোকজন যেন প্রকাশ্য না থাকতে পারে, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এসএমপির থানার ভারপ্রাপ
২৪ মিনিট আগে