কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ উপনির্বাচনের চেয়ারম্যান পদের এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মো. আমজাদ শেখ (৪৫) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি উপজেলার বি-মির্জাপুর গ্রামের বাসিন্দা ও স্বতন্ত্র প্রার্থী মো. মোতাহার হোসেন খোকনের কর্মী।
আহত ব্যক্তির স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আমজাদ শেখ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রবেশপথ এলাকায় যান। এ সময় মোটরসাইকেলে হেলমেট পরা পাঁচ-ছয়জন এসে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে জখম করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
স্বতন্ত্র প্রার্থী মো. মোতাহার হোসেন খোকন বলেন, ‘আমজাদ নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। নৌকা প্রতীকের সমার্থকেরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করেন। হামলাকারীদের মাথায় হেলমেট পরা থাকলেও আমজাদ তাঁদের চিনতে পেরেছেন। এ ঘটনায় মামলা করা হবে।’
অভিযোগের বিষয়ে জানতে নৌকা প্রতীকের প্রার্থী বাবুল আখতারের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি ধরেননি।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
গত ১৩ সেপ্টেম্বর খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ করেন। এ পদে আগামী ২ নভেম্বর ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ উপনির্বাচনের চেয়ারম্যান পদের এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মো. আমজাদ শেখ (৪৫) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি উপজেলার বি-মির্জাপুর গ্রামের বাসিন্দা ও স্বতন্ত্র প্রার্থী মো. মোতাহার হোসেন খোকনের কর্মী।
আহত ব্যক্তির স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আমজাদ শেখ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রবেশপথ এলাকায় যান। এ সময় মোটরসাইকেলে হেলমেট পরা পাঁচ-ছয়জন এসে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে জখম করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
স্বতন্ত্র প্রার্থী মো. মোতাহার হোসেন খোকন বলেন, ‘আমজাদ নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। নৌকা প্রতীকের সমার্থকেরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করেন। হামলাকারীদের মাথায় হেলমেট পরা থাকলেও আমজাদ তাঁদের চিনতে পেরেছেন। এ ঘটনায় মামলা করা হবে।’
অভিযোগের বিষয়ে জানতে নৌকা প্রতীকের প্রার্থী বাবুল আখতারের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি ধরেননি।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
গত ১৩ সেপ্টেম্বর খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ করেন। এ পদে আগামী ২ নভেম্বর ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
১৫ মিনিট আগেএকপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
৩৮ মিনিট আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
৪২ মিনিট আগেপটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
১ ঘণ্টা আগে