প্রতিনিধি, কুষ্টিয়া
কুষ্টিয়ায় গণটিকা কার্যক্রমে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। করোনা ভয়াবহ রূপ নেওয়ায় কুষ্টিয়ায় টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েছে। জেলায় ৬টি টিকাদান কেন্দ্রে আজও ছিল উপচে পড়া ভিড়। পুলিশ ও স্বেচ্ছাসেবী থাকলেও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না।
সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই টিকা নিতে লাইনে দাঁড়াতে দেখা যায় মানুষকে। তিন দিন ধরে দাঁড়িয়ে থেকেও অনেকে টিকা নিতে পারেননি। তাঁরা বলছেন, সুরক্ষার জন্য টিকা নিতে আসা, কিন্তু যে ভিড়, এখান থেকেই করোনা হয়ে যেতে পারে।
টিকা নিতে আসা লিপি আক্তার বলেন, 'তিন দিন ধরে টিকা নেওয়ার জন্য ভোরে এসে লাইন ধরছি। কিন্তু এখনো টিকা পাইনি। অনেকেই মেসেজ না পেলেও আগে টিকা নিয়ে যাচ্ছেন। আমরা দাঁড়িয়েই থাকছি।’
কুষ্টিয়ার সিভিল সার্জন এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, সবগুলো উপজেলায় ৬টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মানাতে পর্যায়ক্রমে তালিকা ধরে টিকা দেওয়া হচ্ছে। এ জন্য আগ্রহীদের মোবাইলের বার্তা দিয়ে নির্ধারিত তারিখ জানিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু মানুষ তা মানছে না। মেসেজ না পেলেও প্রতিদিন কয়েক হাজার মানুষ লাইনে এসে দাঁড়াচ্ছে। রেজিস্ট্রেশন করেই মোবাইলে বার্তা পাওয়ার আগেই টিকা নিতে চলে আসছে। এ কারণে বাড়ছে ভিড়।
এ পর্যন্ত ৬ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। মোট ৪০ হাজার টিকা মজুত আছে। দ্বিতীয় ডোজ মজুত রেখেই এবার প্রথম ডোজ দেওয়া হবে। সেই হিসাবে এই টিকা ২০ হাজার জনকে দেওয়া যাবে। আরও টিকা আসবে বলেও জানান এই সিভিল সার্জন।
কুষ্টিয়ায় গণটিকা কার্যক্রমে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। করোনা ভয়াবহ রূপ নেওয়ায় কুষ্টিয়ায় টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েছে। জেলায় ৬টি টিকাদান কেন্দ্রে আজও ছিল উপচে পড়া ভিড়। পুলিশ ও স্বেচ্ছাসেবী থাকলেও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না।
সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই টিকা নিতে লাইনে দাঁড়াতে দেখা যায় মানুষকে। তিন দিন ধরে দাঁড়িয়ে থেকেও অনেকে টিকা নিতে পারেননি। তাঁরা বলছেন, সুরক্ষার জন্য টিকা নিতে আসা, কিন্তু যে ভিড়, এখান থেকেই করোনা হয়ে যেতে পারে।
টিকা নিতে আসা লিপি আক্তার বলেন, 'তিন দিন ধরে টিকা নেওয়ার জন্য ভোরে এসে লাইন ধরছি। কিন্তু এখনো টিকা পাইনি। অনেকেই মেসেজ না পেলেও আগে টিকা নিয়ে যাচ্ছেন। আমরা দাঁড়িয়েই থাকছি।’
কুষ্টিয়ার সিভিল সার্জন এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, সবগুলো উপজেলায় ৬টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মানাতে পর্যায়ক্রমে তালিকা ধরে টিকা দেওয়া হচ্ছে। এ জন্য আগ্রহীদের মোবাইলের বার্তা দিয়ে নির্ধারিত তারিখ জানিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু মানুষ তা মানছে না। মেসেজ না পেলেও প্রতিদিন কয়েক হাজার মানুষ লাইনে এসে দাঁড়াচ্ছে। রেজিস্ট্রেশন করেই মোবাইলে বার্তা পাওয়ার আগেই টিকা নিতে চলে আসছে। এ কারণে বাড়ছে ভিড়।
এ পর্যন্ত ৬ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। মোট ৪০ হাজার টিকা মজুত আছে। দ্বিতীয় ডোজ মজুত রেখেই এবার প্রথম ডোজ দেওয়া হবে। সেই হিসাবে এই টিকা ২০ হাজার জনকে দেওয়া যাবে। আরও টিকা আসবে বলেও জানান এই সিভিল সার্জন।
রাজধানীর মিরপুরে বাবার সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিফাত খান (২১) নামের এক যুবক খুন হয়েছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ২টার দিকে মিরপুর ১২ নম্বরের সি ব্লকের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এ সময় যুবককে রক্ষা করতে গিয়ে তাঁর বাবা আহত হন। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
৪ মিনিট আগেআজ সোমবার গুইমারা ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন রয়েছে। বাজার ও দোকানপাট সম্পূর্ণ বন্ধ রয়েছে। পাহাড়জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
১০ মিনিট আগেবিমানবন্দর ব্যবহারকারীদের জন্য সেবার মান উন্নয়ন ও যাত্রীদের অভিজ্ঞতা জানতে সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ গণশুনানির আয়োজন করেছে। আজ সোমবার বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জে এ গণশুনানি হয়। এতে বিমানবন্দরে নিয়োজিত বিভিন্ন সংস্থা, অংশীজন ও যাত্রীরা অংশ নেন।
১৯ মিনিট আগেখুলনার ফুলতলা উপজেলায় গাজী সাদিকুল ইসলাম হত্যা মামলার ১২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে খুলনার একটি আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। থানা-পুলিশ জানিয়েছে, আজ সকালে আত্মসমর্পণের উদ্দেশ্যে একটি গাড়িতে করে আদালতে যাচ্ছিলেন মামলার আসামিরা। এদিকে সংবাদ পেয়ে র্যাবের এ
২২ মিনিট আগে