Ajker Patrika

ভুয়া দলিলে জমি দখলের চেষ্টা: ভূমি কর্মকর্তার তিন দিনের রিমান্ড মঞ্জুর

কুষ্টিয়া প্রতিনিধি
ভুয়া দলিলে জমি দখলের চেষ্টা: ভূমি কর্মকর্তার তিন দিনের রিমান্ড মঞ্জুর

কুষ্টিয়ায় ভুয়া দলিলের মাধ্যমে দুই বোনের জমি দখলের চেষ্টার মামলায় ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তা (তহসিলদার) মেসবাহুর রহমানের (৫৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ বুধবার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন আদালতে। পরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফজলে এলাহী খান তাঁর রিমান্ড মঞ্জুর করেন। অভিযুক্ত শাহ মেসবাহুর রহমান কুষ্টিয়া সদর উপজেলার দুর্বচরা গ্রামের বাসিন্দা। 

এর আগে গত সোমবার ওই মামলায় বিচারক মো. ফজলে এলাহী খান তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিটিআইয়ের কুষ্টিয়ার পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার। 

এই মামলার অন্যান্য আসামিরা হলেন সদর উপজেলার লাহিনী গ্রামের আক্তার হোসেন, একই গ্রামের তানভির হোসেন, মাধপুর গ্রামের দেলোয়ার হোসেন, বেড় বাড়াদি গ্রামের নজরুল ইসলাম নুরু, রাহিনী গ্রামের শামসুল ইসলাম (৩০), লড়াইল জেলার মাধবপাশা গ্রামের এস এম জিয়াউর রহমান, তাঁর স্ত্রী সুমনা এবং ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা মাইলবাড়িয়া গ্রামের মারুফা ইয়াসমিন। 

এ ঘটনায় ৯ ডিসেম্বর রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ভুক্তভোগীদের বাসার ২৩ বছরের বিশ্বস্ত কর্মচারী এস এম জিয়াউর রহমান (৪১) ও তার প্রথম স্ত্রী সুমনাকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারের সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেন। 

ভুক্তভোগীরা হলেন কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের বেড়বাড়াদী গ্রামের মৃত নিয়ামত আলী শেখের মেয়ে জামিলা নাহার শেখ ও জুবাইদা নাহার শেখ। জুবাইদা নাহার শেখ অস্ট্রেলিয়া প্রবাসী এবং জামিলা নাহার শেখ সরকারি চাকরিজীবী। তাঁরা বর্তমানে ঢাকার গুলশানে বসবাস করেন। 

মামলায় জানা গেছে, আসামিরা ভূমি ও তহসিল কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে ভুয়া দলিলের মাধ্যমে নামজারি তৈরি করেন। পরে দুই বোনের প্রায় দশ কোটি টাকা মূল্যের ২৮ বিঘা পৈতৃক জমি ও পেট্রলপাম্পের জমি আত্মসাতের চেষ্টা করেন। এ নিয়ে ভুক্তভোগী দুই বোন আদালতের দ্বারস্থ হন। এ বিষয়ে আদালতে সাতটি মামলা চলমান রয়েছে। 

ভুক্তভোগী জামিলা নাহার এবং জুবাইদা নাহার জানান, জালিয়াত চক্র তাঁদের জমি ও বাড়ি দখলের চেষ্টা করছে। ইতিমধ্যে পেট্রলপাম্প দখলে নিয়েছেন। তাঁরা নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন এবং মেরে ফেলার হুমকিও দিচ্ছেন। 

পিবিআই কুষ্টিয়ার পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার বলেন, আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে আ.লীগের লোকজন নিয়ে পুলিশের সিদ্ধান্ত ভাইরাল, কমিশনার বললেন—‘শব্দগত ভুল’

ক্ষমা না চাইলে জামায়াত ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত নেতাকে পাশে বসিয়ে কাদের সিদ্দিকী

বিএসবির খায়রুল বাশারের ৪২ কোটি টাকার সম্পদ ক্রোক করল সিআইডি

যে কোনো মুহূর্তে ইসরায়েলি বাধার মুখে পড়ার শঙ্কায় গাজাগামী নৌবহর

কনডেম সেলে ইমরান খান— পরিবার ও সমর্থকদের উদ্বেগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত