কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ভুয়া দলিলের মাধ্যমে দুই বোনের জমি দখলের চেষ্টার মামলায় ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তা (তহসিলদার) মেসবাহুর রহমানের (৫৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন আদালতে। পরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফজলে এলাহী খান তাঁর রিমান্ড মঞ্জুর করেন। অভিযুক্ত শাহ মেসবাহুর রহমান কুষ্টিয়া সদর উপজেলার দুর্বচরা গ্রামের বাসিন্দা।
এর আগে গত সোমবার ওই মামলায় বিচারক মো. ফজলে এলাহী খান তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিটিআইয়ের কুষ্টিয়ার পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার।
এই মামলার অন্যান্য আসামিরা হলেন সদর উপজেলার লাহিনী গ্রামের আক্তার হোসেন, একই গ্রামের তানভির হোসেন, মাধপুর গ্রামের দেলোয়ার হোসেন, বেড় বাড়াদি গ্রামের নজরুল ইসলাম নুরু, রাহিনী গ্রামের শামসুল ইসলাম (৩০), লড়াইল জেলার মাধবপাশা গ্রামের এস এম জিয়াউর রহমান, তাঁর স্ত্রী সুমনা এবং ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা মাইলবাড়িয়া গ্রামের মারুফা ইয়াসমিন।
এ ঘটনায় ৯ ডিসেম্বর রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ভুক্তভোগীদের বাসার ২৩ বছরের বিশ্বস্ত কর্মচারী এস এম জিয়াউর রহমান (৪১) ও তার প্রথম স্ত্রী সুমনাকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারের সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেন।
ভুক্তভোগীরা হলেন কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের বেড়বাড়াদী গ্রামের মৃত নিয়ামত আলী শেখের মেয়ে জামিলা নাহার শেখ ও জুবাইদা নাহার শেখ। জুবাইদা নাহার শেখ অস্ট্রেলিয়া প্রবাসী এবং জামিলা নাহার শেখ সরকারি চাকরিজীবী। তাঁরা বর্তমানে ঢাকার গুলশানে বসবাস করেন।
মামলায় জানা গেছে, আসামিরা ভূমি ও তহসিল কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে ভুয়া দলিলের মাধ্যমে নামজারি তৈরি করেন। পরে দুই বোনের প্রায় দশ কোটি টাকা মূল্যের ২৮ বিঘা পৈতৃক জমি ও পেট্রলপাম্পের জমি আত্মসাতের চেষ্টা করেন। এ নিয়ে ভুক্তভোগী দুই বোন আদালতের দ্বারস্থ হন। এ বিষয়ে আদালতে সাতটি মামলা চলমান রয়েছে।
ভুক্তভোগী জামিলা নাহার এবং জুবাইদা নাহার জানান, জালিয়াত চক্র তাঁদের জমি ও বাড়ি দখলের চেষ্টা করছে। ইতিমধ্যে পেট্রলপাম্প দখলে নিয়েছেন। তাঁরা নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন এবং মেরে ফেলার হুমকিও দিচ্ছেন।
পিবিআই কুষ্টিয়ার পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার বলেন, আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কুষ্টিয়ায় ভুয়া দলিলের মাধ্যমে দুই বোনের জমি দখলের চেষ্টার মামলায় ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তা (তহসিলদার) মেসবাহুর রহমানের (৫৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন আদালতে। পরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফজলে এলাহী খান তাঁর রিমান্ড মঞ্জুর করেন। অভিযুক্ত শাহ মেসবাহুর রহমান কুষ্টিয়া সদর উপজেলার দুর্বচরা গ্রামের বাসিন্দা।
এর আগে গত সোমবার ওই মামলায় বিচারক মো. ফজলে এলাহী খান তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিটিআইয়ের কুষ্টিয়ার পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার।
এই মামলার অন্যান্য আসামিরা হলেন সদর উপজেলার লাহিনী গ্রামের আক্তার হোসেন, একই গ্রামের তানভির হোসেন, মাধপুর গ্রামের দেলোয়ার হোসেন, বেড় বাড়াদি গ্রামের নজরুল ইসলাম নুরু, রাহিনী গ্রামের শামসুল ইসলাম (৩০), লড়াইল জেলার মাধবপাশা গ্রামের এস এম জিয়াউর রহমান, তাঁর স্ত্রী সুমনা এবং ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা মাইলবাড়িয়া গ্রামের মারুফা ইয়াসমিন।
এ ঘটনায় ৯ ডিসেম্বর রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ভুক্তভোগীদের বাসার ২৩ বছরের বিশ্বস্ত কর্মচারী এস এম জিয়াউর রহমান (৪১) ও তার প্রথম স্ত্রী সুমনাকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারের সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেন।
ভুক্তভোগীরা হলেন কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের বেড়বাড়াদী গ্রামের মৃত নিয়ামত আলী শেখের মেয়ে জামিলা নাহার শেখ ও জুবাইদা নাহার শেখ। জুবাইদা নাহার শেখ অস্ট্রেলিয়া প্রবাসী এবং জামিলা নাহার শেখ সরকারি চাকরিজীবী। তাঁরা বর্তমানে ঢাকার গুলশানে বসবাস করেন।
মামলায় জানা গেছে, আসামিরা ভূমি ও তহসিল কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে ভুয়া দলিলের মাধ্যমে নামজারি তৈরি করেন। পরে দুই বোনের প্রায় দশ কোটি টাকা মূল্যের ২৮ বিঘা পৈতৃক জমি ও পেট্রলপাম্পের জমি আত্মসাতের চেষ্টা করেন। এ নিয়ে ভুক্তভোগী দুই বোন আদালতের দ্বারস্থ হন। এ বিষয়ে আদালতে সাতটি মামলা চলমান রয়েছে।
ভুক্তভোগী জামিলা নাহার এবং জুবাইদা নাহার জানান, জালিয়াত চক্র তাঁদের জমি ও বাড়ি দখলের চেষ্টা করছে। ইতিমধ্যে পেট্রলপাম্প দখলে নিয়েছেন। তাঁরা নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন এবং মেরে ফেলার হুমকিও দিচ্ছেন।
পিবিআই কুষ্টিয়ার পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার বলেন, আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা বাহারছড়া জুম্মাপাড়া পাহাড় সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালায়। এসময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ ৮ জনকে উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগেআকরাম হোসাইন আরও বলেন, আমরা ইসলামপন্থী যারা আছি, আমরা চাই ধোঁকাবাজির রাজনীতি যেন বাংলাদেশে আর না হয়। এর থেকে মানুষকে বের হয়ে আসতে হবে। আর এজন্য একমাত্র দরকার কুরআনি শাসন। ধোঁকাবাজির রাজনীতি থেকে বের হতে হলে মানুষ তৈরি করতে হবে। মানুষ তৈরি করতে পারে একমাত্র কুরআন।
৪২ মিনিট আগেসুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নিহত জেলে সুব্রত মন্ডলের (৩২) মরদেহ প্রায় ৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নিহত সুব্রতর লাশ উদ্ধার হয়েছে। এর আগে বিকেল ৩টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খালে কুমিরের আক্রমণের ঘটনা...
২ ঘণ্টা আগেমাদারীপুর জেলার শিবচরে গত কয়েক মাস ধরে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। গত চার মাসে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছেন ২০৪ জন রোগী। এঁদের মধ্যে জুলাই মাসে এক রোগীর মৃত্যু হয়েছে। এছাড়াও প্রতিদিন ৮-১০ জন করে জ্বরে আক্রান্ত রোগী আসছেন হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষায় তাদের মধ্যে...
২ ঘণ্টা আগে