Ajker Patrika

অনুষ্ঠানের আয়োজন নিয়ে ইবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ

ইবি প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২৩, ২০: ৩২
অনুষ্ঠানের আয়োজন নিয়ে ইবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত তিনজনকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে।

ক্যাম্পাস সূত্র জানায়, আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ‘অবতরণিকা উৎসব’ চলছিল। এ সময় ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাসিন ইসলাম রাহিন, রাব্বি ফকির ও ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মোবারক হোসেন আশিকের নেতৃত্বে ব্যবস্থাপনা, মার্কেটিং, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের অর্ধশত শিক্ষার্থী একত্র হয়ে অনুষ্ঠানে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। অনুষ্ঠানের আয়োজন নিয়ে এ সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, ‘অনুষ্ঠান চলাকালে হুট করে আমাদের ওপর পরিকল্পিত অতর্কিত হামলা চালায়। আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা বাঁশ ও লাঠি দ্বারা আমাদের মারধর করে পালিয়ে। এ হামলা পূর্বপরিকল্পিত। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের ডা. এস এম শাহেদ হাসান বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন আপাতত পর্যবেক্ষণে রেখেছি। লাঠি দিয়ে মারার ফলে কয়েকজন ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছে। আপাতত ওদের বাসায় পাঠিয়ে দিয়েছি। পরবর্তী সময় গুরুতর কিছু দেখলে আমি সদরে হাসপাতালে স্থানান্তর করে দেব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুর্শিদ আলম বলেন, ‘মারামারির ঘটনা শুনেই আমি দ্রুত হাসপাতালে এসেছি। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা লিখিত অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগ অনুসারে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎ডিভোর্সের পরও জোর করে রাতযাপন, বর্তমান স্বামীকে নিয়ে প্রাক্তন স্বামীকে হত্যা ‎

৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

গণবিক্ষোভ আতঙ্কে মোদি সরকার, ১৯৭৪-পরবর্তী সব আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ‘সন্ত্রাসী খেল’ ফাঁস করে দিলেন জঙ্গিগোষ্ঠী জইশের সদস্য

বিদেশে চিকিৎসা নিয়ে আসিফ নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল করলেন হাসনাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত