Ajker Patrika

কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন, সম্পাদক পাপন

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ)
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৫: ৪৫
কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন, সম্পাদক পাপন

কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে দৈনিক স্বদেশ প্রতিদিনের কিশোরগঞ্জ প্রতিনিধি আলী রেজা সুমনকে সভাপতি, দৈনিক খোলা কাগজের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ পোস্টের কিশোরগঞ্জ প্রতিনিধি সাজন আহম্মেদ পাপনকে সাধারণ সম্পাদক এবং দৈনিক অগ্রসরের মোহাম্মদ আলামিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। 

আজ রোববার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। গতকাল শনিবার দুপুরে জেলা শহরের ধানসিঁড়ি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সংগঠনের সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। 

পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি দৈনিক বাংলার নবকণ্ঠের স্টাফ রিপোর্টার এ এম ওবায়েদ, সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর, কলকাতা টিভির জেলা প্রতিনিধি আব্দুর রব, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত সকালের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোবারক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিভিসি টিভির প্রতিনিধি কামরুজ্জামান রাসেল, মহিলাবিষয়ক সম্পাদক দৈনিক শতাব্দীর কণ্ঠের স্টাফ রিপোর্টার তাসলিমা আক্তার মিতু। এ ছাড়া কমিটিতে দপ্তর সম্পাদক পদে দৈনিক ডেসটিনির জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ হিসেবে দৈনিক আমাদের বাংলার জেলা প্রতিনিধি মো. ফারুকুজ্জামানের নাম ঘোষণা করা হয়েছে। 

কার্যকরী সদস্যের তালিকায় রয়েছেন যথাক্রমে দৈনিক যায় যায় দিনের জেলা প্রতিনিধি মো. আশরাফ আলী, দৈনিক সবুজ নিশানের জেলা প্রতিনিধি ফরহাদ হোসেন, দৈনিক খোলা কাগজের কটিয়াদী উপজেলা প্রতিনিধি আতিকুর রহমান কাযিন, দৈনিক মানবকণ্ঠের হাওর প্রতিনিধি হাবিবুর রহমান বিপ্লব, মাই ২৪ বিডি ডটকমের সম্পাদক ও প্রকাশক মোবারক হোসেন, দৈনিক আমার বাংলাদেশের নিউজ রুম এডিটর মনির হোসেন, একুশে জার্নাল ডটকমের জেলা প্রতিনিধি আশরাফ আলী সোহান ও দৈনিক মাতৃভূমির খবরের জেলা প্রতিনিধি মামুনুর রশীদ। 

প্রসঙ্গত, ২০২০ সালে কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু। এ সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন ডেইলি অবজারভার কিশোরগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট এ বি এম লুৎফুর রাশিদ রানা, দৈনিক আমাদের সময়ের কিশোরগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত