Ajker Patrika

কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের ফাঁসি

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের ফাঁসি

কিশোরগঞ্জে কৃষক বাচ্চু মিয়া (৩৫) হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও অপর চারজনকে খালাস দিয়েছেন আদালত। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নার্গিস ইসলাম আজ সোমবার সকালে আসামিদের উপস্থিতিতে আদালতে এ রায় ঘোষণা করেন। 

কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহ আজিজুল হক রায়ের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন (৩৫) কিশোরগঞ্জ সদর উপজেলার কর্ষাকড়িয়াইল ইউনিয়নের মনাকর্ষা গ্রামের মো: আবদুল মজিদের ছেলে। অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মনাকর্ষা গ্রামের জসিম উদ্দিনের লোকজনের সঙ্গে বাচ্চু মিয়ার লোকজনের বিরোধ চলছিল। এ ঘটনার জেরে ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর বিকেলে ১১ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে বাজারে ধান বিক্রি করতে যাওয়ার পথে ছেলের সামনেই কৃষক বাচ্চু মিয়াকে কুপিয়ে হত্যা করে জসিম উদ্দিন ও তাঁর ভাইয়েরা। এ ঘটনায় নিহত বাচ্চু মিয়ার ভাই হারুন অর রশীদ বাদী হয়ে ছয়জনকে আসামি করে ওই দিন রাতেই কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে আজ সোমবার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট রাখাল চন্দ্র দে ও আসামি পক্ষে মো. মিজানুর রহমান মামলা পরিচালনা করেন।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত