Ajker Patrika

কিশোরগঞ্জে এক দিনে মৃত্যু ৪, শনাক্ত ১৮১

প্রতিনিধি, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে এক দিনে মৃত্যু ৪, শনাক্ত ১৮১

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৬৪৫ জনের নমুনা পরীক্ষায় ১৮১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। জেলার একমাত্র করোনা ডেডিকেটেড সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১ জনের এবং বাড়িতে ৩ জনের মৃত্যু হয়েছে। জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। 

ডা. মো. মুজিবুর রহমান জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে কিশোরগঞ্জ সদরে ৬৪, হোসেনপুরে ৪, তাড়াইলে ৩, পাকুন্দিয়ায় ১০, কটিয়াদীতে ৩৪, কুলিয়ারচরে ৬, ভৈরবে ৪০, নিকলীতে ২ বাজিতপুরে ৩, মিঠামইনে ১ ও অষ্টগ্রাম উপজেলায় ৮ জন রয়েছেন। 

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ১৯৭ জন। যাদের মধ্যে ১০ জন আইসিইউতে রয়েছেন। 

বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ২ হাজার ৮৫২ জন। তাঁদের মধ্যে ৮১ জন হাসপাতালে ও ২ হাজার ৭৭১ জন হোম আইসোলেশনে রয়েছেন। 

জেলায় বর্তমানে করোনা আক্রান্ত ২ হাজার ৮৫২ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৮৪৭, হোসেনপুরে ২১১, করিমগঞ্জে ৬১, তাড়াইলে ৪৯, পাকুন্দিয়ায় ২৫৫, কটিয়াদীতে ৪৫৪, কুলিয়ারচরে ৬৯, ভৈরবে ৫৬৪, নিকলীতে ৪৩, বাজিতপুরে ১৯১, ইটনায় ৩০, মিঠামইনে ২৬ ও অষ্টগ্রাম উপজেলায় ৫২ জন রয়েছেন। 

জেলায় করোনা আক্রান্ত মোট মৃত্যু ১৬৭ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৫৯, হোসেনপুরে ৮, করিমগঞ্জে ৯, তাড়াইলে ৫, পাকুন্দিয়ায় ১০, কটিয়াদীতে ১৪, কুলিয়ারচরে ৭, ভৈরবে ৩২, নিকলীতে ৭, বাজিতপুরে ১৪, ইটনায় এক ও মিঠামইন উপজেলায় একজন রয়েছেন। জেলার একমাত্র অষ্টগ্রাম উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। 

এ সময় পর্যন্ত জেলায় মোট শনাক্ত ৯ হাজার ৯৪৯ জন, সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৩০ এবং মারা গেছেন ১৬৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাকসু নির্বাচন বর্জনের পর রাতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত