Ajker Patrika

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাহত রিকশাচালকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচর খোলামোড়া এলাকায় আকরাম হোসেনে (২৭) নামের ছুরিকাহত ব্যাটারিচালিত রিকশাচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।

গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে কামরাঙ্গীরচর খোলামোড়া বাঁশপট্টি এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে পথচারীরা তাঁকে ঢামেকে ভর্তি করান।

আকরাম হোসেনের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ থানার কলকিহারা গ্রামে। তিনি ব্যাটারিচালিত রিকশা চালাতেন। বর্তমানে কামরাঙ্গীরচর ঝাউলাহাটি এলাকায় স্ত্রী শাহনাজ বেগম ও এক ছেলেকে নিয়ে থাকতেন।

পথচারী শামীম মিয়া বলেন, ‘গতকাল রাত আনুমানিক ৩টার দিকে খোলামোড়া বাঁশপট্টি এলাকায় রক্তাক্ত অবস্থায় আকরাম হোসেন পড়েছিলেন। পাশেই তাঁর রিকশাটি ছিল। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তাঁর গলায় গুরুতর আঘাত থাকায় কথা বলতে পারেননি। ধারণা করছি, ছিনতাইকারীরা রিকশা নিতেই তাঁকে ছুরিকাঘাত করে।’

নিহত আকরাম হোসেনের ভাবি রানী বেগম বলেন, ‘সকালে আমরা খবর পাই, আকরাম ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেলে আছে। পরে হাসপাতালে এসে আহত অবস্থায় পাই। বিকেলে তার অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যায়।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কামরাঙ্গীরচর এলাকা থেকে পথচারীরা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান। পথচারীরা জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ‘রাতে ঝাউলাহাটি খোলামোড়া এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ঘটনার পরপরই আমাদের টহল টিম ঘটনাস্থলে যায়। দুজনকে দৌড়ে চলে যেতে দেখা যায়। ঘটনাটি ছিনতাইয়ের নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাকসু নির্বাচন বর্জনের পর রাতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত