Ajker Patrika

কিশোরগঞ্জে একদিনে ১১০ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি
কিশোরগঞ্জে একদিনে ১১০ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। জেলার করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ গতকাল শুক্রবার দিবাগত রাতে প্রকাশিত প্রতিবেদনে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হওয়ার নতুন রেকর্ড হয়েছে। সংক্রমণের হারও যথেষ্ট উদ্বেগজনক। 

সর্বশেষ প্রতিবেদনে ৩১৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে। যেখানে ১১০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া মোট ১১০ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮৯ জন শনাক্ত হয়েছে। এ ছাড়া বাকি ২১ জনের মধ্যে কুলিয়ারচর উপজেলায় ৩ জন, ভৈরব উপজেলায় ১৭ জন এবং বাজিতপুর ‍উপজেলায় ১ জন শনাক্ত হয়েছে। এ ছাড়া জেলায় কোভিড-১৯ উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। 

এখন পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় মোট ৫৫৬৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৯৩৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮৭ জন। বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ৫৪০ জন। তাদের মধ্যে ৫৩ জন হাসপাতাল ও ৪৮৭ জন হোম আইসোলেশনে রয়েছেন। 

 কিশোরগঞ্জ জেলায় করোনায় মোট মৃত্যু ৮৭ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলাতেই ৩২ জন মৃত্যুবরণ করেছেন। কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, শনাক্ত, সুস্থ ও মৃত্যু সব সূচকেই জেলার মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা শীর্ষে রয়েছে। জেলার মিঠামইন ও অষ্টগ্রাম এ দুই হাওর উপজেলায় বর্তমানে করোনা আক্রান্ত কোনো  রোগী নেই। 
 
বর্তমানে করোনা আক্রান্ত মোট ৫৪০ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪০৫ জন, হোসেনপুর উপজেলায় ৬ জন, করিমগঞ্জ উপজেলায় ১৩ জন, তাড়াইল উপজেলায় ১২ জন, পাকুন্দিয়া উপজেলায় ২৫ জন, কটিয়াদী উপজেলায় ২১ জন, কুলিয়ারচর উপজেলায় ১৪ জন, ভৈরব উপজেলায় ২৭ জন, নিকলী উপজেলায় ৩ জন, বাজিতপুর উপজেলায় ১১ জন এবং ইটনা উপজেলায় ৩ জন রয়েছেন। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে বর্তমানে আক্রান্ত ও সন্দেহজনক মোট ভর্তি রোগীর সংখ্যা ৮২ জন যাদের মধ্যে ৫ জন আইসিইউতে রয়েছেন। 

এদিকে গত ৭ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে করোনার টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হওয়ার পর গত ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৭৬ হাজার ৬৬৫ জন প্রথম ডোজ টিকা নিয়েছেন। 

এরপর গত ১৯ জুন থেকে চীনের সিনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া  শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৯৫৮ জন সিনোফার্মের ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। সাপ্তাহিক ছুটি থাকায় গতকাল শুক্রবার টিকা প্রয়োগ কার্যক্রম বন্ধ ছিল। 

অন্যদিকে গত ৮ এপ্রিল থেকে এ পর্যন্ত কিশোরগঞ্জে মোট ৫৯ হাজার ২৮৭ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। সাপ্তাহিক ছুটি থাকায় শুক্রবার (২৫ জুন) দ্বিতীয় ডোজ ভ্যাকসিনেশন কার্যক্রমও বন্ধ ছিল। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত